ঝালকাঠির রাজাপুরে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সন্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার পুরাতন জেলখানা রোডস্থ একটি কমিউনিটি সেন্টারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
রাজাপুর উপজেলা কমিটির আয়োজনে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঝালকাঠি জেলার কমিটির প্রধান উপদেষ্টা ও জেলা জামায়াতের আমীর এ্যাডভোকেট হাফিজুর রহমান।
সংগঠনের উপজেলা সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন, সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য ও অঞ্চল সহকারী পরিচালক মসিউর রহমান, উপদেষ্টা সদস্য মাওলানা আবু বকর মো: সিদ্দিক, ডা: হেমায়েত উদ্দিন, জেলা সভাপতি মিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক নাজমুল হাসান ও রাজাপুর উপজেলার প্রধান উপদেষ্টা মো: কবির হোসেন প্রমূখ।
সম্মেলন শেষে সর্বসম্মতিক্রমে আগামী দু’বছরের জন্য পূর্নরায় সাইদুর রহমানকে সভাপতি ও জহির আহমেদকে সাধারণ সম্পাদক করে ৩৫ সদস্য বিশিষ্ট রাজাপুর উপজেলা কমিটি গঠন করে তাদেরকে শপথ বাক্য পাঠ করানো হয়।
আপনার মতামত লিখুন :