ঢাকা শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫

ছাত্র আন্দোলনে হামলা: কুলাউড়ায় যুবলীগের দুই নেতা গ্রেফতার

মনজু বিজয় চৌধুরী, মৌলভীবাজার

প্রকাশিত: মার্চ ২৬, ২০২৫, ১০:৪৯ পিএম

ছাত্র আন্দোলনে হামলা: কুলাউড়ায় যুবলীগের  দুই নেতা গ্রেফতার

বর্তমান বাংলাদেশ


মৌলভীবাজারের কুলাউড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে দায়েরকৃত মামলার আসামি যুবলীগের দুই নেতা আব্দুল মুক্তাদির ও ফরিদ আহমদকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৫ মার্চ) ও সোমবার (২৪ মার্চ) সন্ধ্যায় অপারেশন ডেভিল হান্টের অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
থানা সূত্রে জানা গেছে, কুলাউড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার অভিযোগে দায়েরকৃত মামলার আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার সন্ধ্যায় থানার ওসি মো. গোলাম আপছারের নেতৃত্বে এসআই সাদেক মিয়া সঙ্গীয় ফোর্সসহ পৌরসভার বিহালা এলাকায় অভিযান চালিয়ে মুক্তাদির এবং সোমবার সন্ধ্যায় ওসির নেতৃত্বে এসআই সুজন তালুকদার সঙ্গীয় ফোর্সসহ উপজেলার কাদিপুর ইউনিয়নের ঢুলিপাড়া এলাকায় অভিযান চালিয়ে ফরিদকে গ্রেপ্তার করেন। 

 

 

তাদের দুজনের বিরুদ্ধে আওয়ামী লীগের শাসনামলে বিভিন্ন অপকর্মের অভিযোগ রয়েছে।

 


কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছার বলেন, শিক্ষার্থীদের ওপর হামলার মামলায় পলাতক অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


 

বর্তমান বাংলাদেশ

Link copied!