আন্তর্জাতিক আইন না মেনে জয়পুরহাটের পাঁচবিবির উচনা ঘুনাপাঠা ২৮১ পিলিয়ার এলাকায় ভারত সীমান্তের কিছু অংশে বেড়া নির্মাণের চেষ্টার অভিযোগ উঠেছে বিএসএফ এর বিরুদ্ধে।
জয়পুরহাট জেলার ভারত সীমান্তবর্তী পাঁচবিবি উপজেলার উচনা সীমান্ত এলাকায় আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে জিরোপয়েন্ট থেকে ৩০ গজের মধ্যে ভারতীয় অংশে বিএসএফ কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করলে বিজিবির বাধায় বন্ধ হয়। এ ঘটনায় বিকেলে বিজিবি ও বিএসএফের কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
জানা যায়, মঙ্গলবার (২১ জানুয়ারি) সকালে ভারতীয় চকগোপাল ক্যাম্পের বিএসএফ সদস্যরা বাংলাদেশ অংশের ২০ বিজিবি হাটখোলা বিওপির আওতাধীন পূর্ব উচনা গ্রামের জিরো পয়েন্ট থেকে ২৫ থেকে ৩০ গজ দূরে ভারতীয় অংশে কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ শুরু করে। এ ঘটনায় হাটখোলা বিওপির বিজিবি সদস্যরা বাধা দিলে উত্তেজনা শুরু হয়। বিজিবি সদস্যদের বাধার মুখে বিএসএফ বেড়া নির্মাণের নির্মাণসামগ্রী নিয়ে চলে যেতে বাধ্য হন।
জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে : কর্ণেল নাহিদ নেওয়াজ বলেন,সকালে সীমান্ত এলাকায় প্রচন্ড কুয়াশার মধ্যে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ভারতীয় বিএসএফ সদস্যরা কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করলে বিজিবির সদস্যরা বাধা দেয়। এ সময় বিএসএফ সদস্যরা বেড়া নির্মাণ না করে ফিরে যেতে বাধ্য হন।
তিনি আরো বলেন, ‘এ ঘটনায় বিজিবি ও বিএসএফের কম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক করার জন্য চিঠি দেওয়া হয়েছে ।
আপনার মতামত লিখুন :