পিরোজপুরে ঠিকাদারী কাজ না করেই বিল তুলে নেয়ার অভিযোগ উঠেছে এক ঠিকাদারের বিরুদ্ধে। অভিযুক্ত ঠিকাদারের নাম জাহিদুল ইসলাম অংশু। তিনি পিরোজপুর সদরের ক্ষমতাচুত্য আওয়ামীলীগের প্রভাবশালী পরিবারের লোক।
জানা গেছে, জেলার নাজিরপুর উপজেলার দীর্ঘা ইউনিয়নের দীর্ঘা বাজার উন্নয়নের কাজ দীর্ঘ দিন পড়ে আছে কিন্তু ঠিকাদার কাজ না করে বিল হাতিয়ে নিয়েছেন। কাজটি ওই উপজেলার মাহামুদকান্দা এলাকার এস এস এন্টারপ্রাইজ (প্রোপাইটর সাইফুল ইসলাম) নামে একটি ঠিকাদারী প্রতিষ্ঠানের নামে টেন্ডার প্রক্রিয়ায় পাওয়া। তবে কাজটি করার দায়িত্ব নিয়েছেন ওই জাহিদুল ইসলাম অংশু নামের ঠিকাদার। আর পিরোজপুর এলজিইডির তত্বাবধায়নে পিরোজপুর উন্নয়ন প্রকল্পের আওতায় ২০২৩ সালে দরপত্রের আহবান করা হয়। আর এতে এস এস এন্টারপ্রাইজ ১ কোটি ১৮ লক্ষ ৭৬ হাজার টাকায় কাজটি পায়। গত ২০২৩ সালের ১৩ এপ্রিল কাজটি শুরু ও ২০২৪ সালের ১২ এপ্রিল শেষ হওয়ার কথা। কাজের মধ্যে রয়েছে দীর্ঘা বাজারের রাস্তা, টিউবয়েল, টলঘর ও বাজারের ঘাটলা নির্মান।
সরেজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, ঠিকাদারী প্রতিষ্ঠান শুধুমাত্র একটি নলকুপ বসিয়েছে আর অল্পকিছু পাথর এনে রেখেছে। ইতোমধ্যে ঠিকাদারী প্রতিষ্ঠান ৮৩ লক্ষ ৮৩ হাজার টাকা উত্তোলন করে নিয়েছেন। কাজের অগ্রগতি হয়েছে সামান্য। নাজিরপুর উপজেলার সাবেক প্রকৌশলী জাকির হোসেন মিয়া ও পিরোজপুর এলজিইডির সাবেক নির্বাহী প্রকৌশলী আব্দুস সাত্তার হাওলাদারের সহযোগীতায় ওই টাকা উত্তোলন করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।
এ বিষয়ে দীর্ঘা বাজার কমিটির সভাপতি আশিষ চঁন্দ্র হালদার জানান, দীর্ঘ দিন ধরে বাজার উন্নয়নের কাজ ফেলে রাখায় স্থানীয়রা চরম দূর্ভোগের মধ্যে পড়েছে, রাস্তার ইট তুলে ফেলে রেখেছে, ফলে বালু উড়ে দোকানের ভিতরে যাচ্ছে। এতে দোকানের মালামাল নষ্ট হচ্ছে। এক পশে একটি টিউবয়েল বসিয়েছে তার ফ্লোর পাকা করেনি ফলে স্যাঁতসেতে হয়ে গেছে। পানিও পান করা যায় না। কর্তৃপক্ষের নিকট আবেদন যাতে অতিদ্রুত এ বাজার উন্নয়নের কাজ শেষ হয়, যাতে সমস্য দূর হয়।
এবিষয়ে দীর্ঘা ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য সুজন দেউড়ী বলেন, আমরা পরিষদ থেকে বাজারের ভিতরের রাস্তায় ইট সলিং করেছিলাম, প্রায় ১ বছর হয়েছে সেই রাস্তার ইট তুলে ফেলে রাখছে, মানুষের উপকারের বদলে ভোগান্তি হচ্ছে। কোন কাজই করছে না শুধু একটি গভীর নলকুপ স্থাপন করেছে। তার কাজও অসমাপ্ত রয়েছে। অতিদ্রুত এ বাজার উন্নয়ের কাজ শেষ করা দরকার।
বাজারের ব্যবসায়ী ও এলাকার বাসিন্দা দিলিপ কুমার জানান, অংশু নামের এক ঠিকাদার এ কাজটি শুরু করে ফেলে রাখছে।
পিরোজপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী রনজিৎ দে জানান, সাবেক নির্বাহী প্রকৌশলী আব্দুস সাত্তার হাওলাদার দীর্ঘা বাজার উন্নয়ন কাজের বিল পরিশোধ করেছেন।
নাজিরপুর উপজেলা বিএনপির সদস্য সচিব মো: আবু হাসান খান বলেন, এই অংশু নাজিরপুরের উন্নয়নের ১২টা বাজিয়ে দিয়েছে, প্রায় কাজেরই বিল নিয়েছে, কাজ করেনি, এরা দেশের শত্রæ, জণগনের শত্রæ, জাতির শত্রæ, এদের আইনের আওতায় এনে কঠোর বিচার দাবী করছি, এবং ভবিষ্যতে এরা যেন নতুন কোন কাজে অংশগ্রহন করতে না পারে, এদের লাইসেন্স বাতিল করার জোর দাবী জানাচ্ছি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট।
এব্যাপারে এস এস এন্টারপ্রাইজের প্রোপাইটর সাইফুল ইসলাম বলেন, তিনি ওই কাজ বিক্রি করেছিলেন। কাজ বিক্রির পরও সংশ্লিষ্ট ঠিকাদারকে বারবার কাজ সঠিকভাবে ও যথা সময়ে সম্পন্ন করতে বলেছিলেন। তবে গত বুধবার (০৮ জানয়ারী) তাকে ফোন দিয়ে আবারও বললে তিনি কাজ শীঘ্রই সম্পন্ন করবেন বলে বলেছেন। তবে কাজের দায়িত্বে থাকা ঠিকাদার জাহিদুল ইসলাম অংশুর সঙ্গে যোগাযোগের জন্য বার বার ফোন দিলেও তিনি তা রিসিভ করেন নি।
আপনার মতামত লিখুন :