ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪

নওগাঁয় পদোন্নতি জনিত সংবর্ধনা ও প্রীতি অনুষ্ঠান

বিকাশ চন্দ্র প্রামানিক ( নওগাঁ)

প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০২৪, ১১:০৭ এএম

নওগাঁয় পদোন্নতি জনিত সংবর্ধনা ও প্রীতি অনুষ্ঠান

ছবি-বর্তমান বাংলাদেশ।

নওগাঁয় সিনিয়র প্রিন্সিপাল অফিসার পদে পদোন্নপিপ্রাপ্ত হওয়ায় আব্দুল মতিন মন্ডলকে সংবর্ধনা দেওয়া হয়েছে। সম্প্রতি অগ্রণী ব্যাংক পিএলসি এর সিনিয়র প্রিন্সিপাল অফিসার পদে পদোন্নতি পেয়েছেন তিনি। এ উপলক্ষে একটি প্রীতি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সোমবার ২৩ ডিসেম্বর রাত ৯ টার দিকে শহরের ফুড প্যালেসে সংবর্ধনা ও প্রীতি অনুষ্ঠানের আয়োজন করেন অগ্রণী ব্যাংকের সহকর্মীরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংক পিএলসি নওগাঁ অঞ্চলের অঞ্চল প্রধান হাসান তারেক।

সিনিয়র অফিসার রুকুনুজ্জামান শিহাবের সঞ্চালনায় প্রীতি অনুষ্ঠানে নওগাঁ অঞ্চলের সকল স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এবং আব্দুল মতিন মন্ডলের কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। বক্তব্যে কর্মময় জীবনে একজন সৎ, মেধাবী, পরিশ্রমী, দক্ষ ও মানবিক গুণাবলী সম্পন্ন পেশাদার ব্যাংক কর্মকর্তা হিসেবে আলোচিত হন তিনি। সহকর্মীরা মতিন মন্ডলের পেশাগত ও ব্যক্তিগত জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

পদোন্নতিপ্রাপ্ত মতিন মন্ডল তার বক্তব্যে বলেন, প্রমোশন জীবনের বড় প্রাপ্তি। কিন্তু প্রমোশনের জন্য বিচলিত হওয়ার কোনো কারণ নেই। কাজ করলে এমনি প্রমোশন হবে। আমার যাবতীয় যতো প্রশংসা সবকিছুই সহকর্মীদের জন্য। সকলেই আমাকে এমনভাবে সহায়তা করেছেন যার ফলশ্রুতিতেই আমি পদোন্নতি পেয়ে আজ সম্মানিত বোধ করছি।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শাখা পর্যায়ে যারা দায়িত্বে আছেন, তারাই প্রকৃত কাজ করেন। কাস্টমার ডিল করতে হয় এই শাখা পর্যায়ের কর্মরতদের। তবে পরিশ্রম করলে একদিন কাজের মূল্যায়ন হবেই। তাই মনোযোগ সহকারে প্রত্যেককে পেশাদারিত্ব, নিষ্ঠা ও সততার সাথে অর্পিত দায়িত্ব পালন করতে আহবান জানান তিনি।

এসময় সকল সহকর্মীদের ভালোবাসায় সিক্ত হন পদোন্নতিপ্রাপ্ত সিনিয়র প্রিন্সিপাল অফিসার আব্দুল মতিন মন্ডল। পরে সকলের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

উল্লেখ্য, নওগাঁর সন্তান আব্দুল মতিন মন্ডল ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইন্জিনিয়ারিং বিভাগ থেকে অনার্স মাস্টার্স সম্পন্ন করেন। এরপর ২০১২ সালে সিনিয়র অফিসার পদে অগ্রণী ব্যাংক পিএলসিতে যোগদান করেন। তিনি ব্যাংকার্স ইনস্টিটিউটের একজন ডিপ্লোমাড অ্যাসোসিয়েট। পেশাগত জীবনে তিনি জেলার মান্দা উপজেলার কশব শাখা ও সতীহাট শাখার ব্যবস্থাপকসহ বিভিন্ন দায়িত্ব সফলতার সহিত পালন করেছেন। ব্যক্তিজীবনে তিনি এক সন্তানের জনক।

বর্তমান বাংলাদেশ

Link copied!