নওগাঁর রাণীনগরে অভিযান চালিয়ে বাহাদুর হোসেন (২০) নামে ছিনতাই চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।
এর আগে বৃহস্পতিবার উপজেলা সদরের রেলগেট এলাকা থেকে তাকে গ্রেফতার করে রাণীনগর থানা পুলিশ। বাহাদুর উপজেলার পূর্ব বালুভরা রেললাইন এলাকার আব্দুল মান্নানের ছেলে।
রাণীনগর থানার ওসি মো. তারিকুল ইসলাম জানান, উপজেলার বিভিন্ন সড়কে রাতের অন্ধকারে গাছ ফেলে একটি চক্র ব্যাটারি চালিত অটো টমটম ও ভ্যানগাড়ী ছিনতাই করতো। সেই ছিনতাই চক্রের তদন্তপ্রাপ্ত আসামি যুবক বাহাদুর। গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ রেলগেট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। শুক্রবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। ওই চক্রের অন্য সদস্যদেরও গ্রেফতারে পুলিশ কাজ করছে।
আপনার মতামত লিখুন :