ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪

রাজাপুরে বাংলাদেশ বিরোধী ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সনাতন ধর্মাবলম্বীদের প্রতিবাদ সভা

ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ৭, ২০২৪, ০৯:৫৯ পিএম

রাজাপুরে বাংলাদেশ বিরোধী ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সনাতন ধর্মাবলম্বীদের প্রতিবাদ সভা

ছবি-বর্তমান বাংলাদেশ।

ঝালকাঠির রাজাপুরের বাগড়ি বাজার এলাকায় শনিবার রাতে বাংলাদেশ বিরোধী ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সনাতন ধর্মাবলম্বীদের প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। 


এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটি ধর্ম বিষয়ক সম্পাদক মো: রফিকুল ইসলাম জামাল। 

 

বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় ওলামাদলের সদস্য সচিব আবুল হোসেন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন  উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব এ্যাড, তালুকদার আবুল কালাম আজাদ। প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সম্পাদক আলহাজ্ব মো: নাসিম উদ্দিন আকন। সঞ্চলনা করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ও পুজা উদ্‌যাপন পরিষদের সভাপতি  রতন দেবনাথ। 

 

সভাপতিত্ব করেন বাংলাদেশ হিন্দ্র, বৌদ্ধ খ্রিস্টান ঐক্য ফ্রন্টের সভাপতি শ্রী স্বপন দাস। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট উপজেলা শাখা এ সভার আয়োজন করেছে।

বর্তমান বাংলাদেশ

Link copied!