রূপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর পক্ষে প্রচারণা করেছেন গোলাকান্দাইল ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীরা।
শনিবার (১৮ মে) বিকেলে গোলাকন্দাইল ইউনিয়নের ৫ নম্বর ক্যানেল, নাগেরবাগ এলাকায় গোলাকান্দাইল ইউনিয়ন ছাত্রলীগের প্রচার সম্পাদক ইমতিয়াজ ভুইয়া রনির নেতৃত্বে দোয়াত কলম প্রতীকে হাবিবুর রহমান হাবিবের পক্ষে গণসংযোগ ও প্রচারণা করা হয়।
এ সময় প্রচারণায় অংশগ্রহণ করেন, গোলাকান্দাইল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড ছাত্রলীগ নেতা রনি মিয়া, নাহিদ হাওলাদার, জহির হাসান, সুমন মিয়া, মোঃ মারুফসহ আরো অনেকে।
এর আগে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী দলীয় শৃঙ্খলা রক্ষায় প্রধানমন্ত্রীর নিষেধাজ্ঞা মেনে নিজের প্রার্থীতা প্রত্যাহার করে নেন নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজীর (বীরপ্রতীক) ছেলে গোলাম মূর্তজা পাপ্পা। এছাড়া প্রত্যাহার করে নেন, আওয়ামী লীগ নেতা তাবিবুল কাদির তমাল।
এ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন দোয়াত কলম প্রতীক নিয়ে আলহাজ হাবিবুর রহমান হাবিব ও আনারস প্রতীক নিয়ে আবু হোসেন ভূইয়ার রানু ।
কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় বে সরকারিভাবে নির্বাচিত হয়েছেন ভাইস চেয়ারম্যান পদে নারায়ণ জেলা পরিষদের সাবেক সদস্য এবং রংধনু গ্রুপের পরিচালক মিজানুর রহমান মিজান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফেরদৌসী আক্তার রিয়া।
আপনার মতামত লিখুন :