নীলফামারীর ডিমলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের আহ্বায়ক ও ছাত্রলীগের কেন্দ্রীয় সদস্য আবু সায়েম সরকারকে জমি দখল করে বালু উত্তোলন, হামলা ও চাঁদাবাজির মামলায় গ্রেফতার করেছে পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (০৪ জানুয়ারি) রাতে তাকে গ্রেপ্তার করা হয়। ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে এলাহী বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আবু সায়েম নিজেকে নীলফামারী ০১ আসনের বিতর্কিত এমপি আফতাব উদ্দিনের ভাতিজা পরিচয় দিয়ে নানান অপকর্ম চালিয়ে আসছিলেন। মাদককারবারি হিসেবে উপজেলায় পরিচিতিও রয়েছে তার। ডিমলা থানায় কুটিরডাঙ্গা এলাকায় কৃষকের জমি দখল করে বালু উত্তোলন, হামলা ও চাঁদাবাজির অভিযোগে গত ২০ সেপ্টেম্বর একটি মামলা করা হয়। মামলার বাদী আনিছুর রহমান ৭৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৩০০ জনকে আসামি হিসেবে অভিযুক্ত করেন। ওই মামলায় নামীয় আসামি আবু সায়েম।
ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) ফজলে এলাহী বলেন, রাতে সায়েমকে গ্রেফতা করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। আওয়ামীলীগ সরকারের আমলে সাধারণ মানুষকে অনেক অত্যাচার করেছে। এবং বিভিন্ন মামলার নামীয় আসামী তিনি।
এ ছাড়া বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
আপনার মতামত লিখুন :