ঢাকা বুধবার, ০৮ জানুয়ারি, ২০২৫

নলছিটি উপজেলার নতুন সহকারী কমিশনার নুসরাত জাহান

মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি

প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২৫, ০৫:১১ পিএম

নলছিটি উপজেলার নতুন সহকারী কমিশনার নুসরাত জাহান

ছবি-বর্তমান বাংলাদেশ।

ঝালকাঠির নলছিটি উপজেলায় নতুন সহকারী কমিশনার (ভূমি) নিয়োগ পেয়েছেন পটুয়াখালী জেলার দুমকী উপজেলার সহকারী কমিশনার নুসরাত জাহান।

রোববার (৫ জানুয়ারি) বরিশালের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. সোহরাব হোসেন স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে বলা হয়েছে যে বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) ক্যাডারের নিম্ন বর্ণিত কর্মকর্তাদেরকে পুনরাদেশ না-দেওয়া পর্যন্ত তাদের নামের পাশে বর্ণিত কর্মস্থলে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে নির্দেশক্রমে বদলি/পদায়ন করা হলো।

নুসরাত জাহান ৩৮তম বিসিএস-এর একজন কর্মকর্তা। তিনি ২০২৪ সালের ২৭ মে থেকে দুমকীর সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।

সহকারী কমিশনার নুসরাত জাহান জানান, আমার বদলির আদেশ হয়েছে। আদেশ পেলেই নলছিটিতে যোগদান করবো।

বর্তমান বাংলাদেশ

Link copied!