ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫

মোহনগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে মুরগী ও হাঁসের খাদ্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২৫, ০৪:৪৩ পিএম

মোহনগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে মুরগী ও হাঁসের খাদ্য বিতরণ

ছবি: বর্তমান বাংলাদেশ।

নেত্রকোনার মোহনগঞ্জে  অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় নির্বাচিত সুফলভোগীদের মধ্যে হাঁসের খাদ্য ও মুরগী বিতরণ করা হয়েছে।

এসময়  ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ২২ জনকে প্রতিজনকে ২০টি করে মুরগী দেওয়া হয়। এরআগে যারা হাঁস পেয়েছেন এমন ২২ জন উপকারভোগীকে প্রতিজনকে ৭৫ কেজি করে হাঁসের খাদ্য দেওয়া হয়।

বুধবার বেলা ১১টার দিকে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে  এসব মুরগী ও হাঁসের খাদ্য বিতরণ করা হয়। উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এর আয়োজন করে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জুয়েল আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুর রহিম মিয়া।

এসময় উপজেলা বিএনপির আহ্বায়ক সেলিম কার্নায়েন, উপজেলা প্রকৌশলী সোয়েব ইমরান, সাংবাদিক কামরুল ইসলাম রতন, বিএনপি নেতা কবির আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

 

বর্তমান বাংলাদেশ

Link copied!