নীলফামারীর ডোমারে ওয়াজ মাহফিলে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় সড়ক দুর্ঘটনায় মো. রাকিব ইসলাম (১২) নামের এক পঞ্চম শ্রেণীর ছাত্র নিহত হয়েছে।
নিহত রাকিব ইসলাম ডোমার সদর ইউনিয়নের ছোট রাউতা জোড়াপাখুরী এলাকার সাইদুল ইসলামের ছেলে এবং ছোট রাউতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারী) রাত সাড়ে ৮টার দিকে নীলফামারীর ডোমার উপজেলার আন্ধারুর মোড় এলাকার পাশে পৌরসভা হাটের সামনে দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বাড়ি থেকে সাইকেলে করে ওয়াজ মাহফিলে যাওয়ার পথে পৌরসভা হাটের সামনে পঞ্চগড় থেকে জলঢাকাগামী দ্রুত গতির বিপরীত দিক থেকে আসা ট্রাকের সাথে সাইকেলের ধাক্কা লাগলে, সেখানে রাকিব গুরুতর আহত হয়। পরে স্থানীয় ও তার পরিবারের লোকজন তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। রাকিবের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া বইছে।
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম বলেন, নিহতের পরিবারের লোকজনেরা অভিযোগ করতে না চাওয়ায়, কোন মামলা রুজু করা হয়নি।
আপনার মতামত লিখুন :