ঢাকা বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫

নাটোর জেলা বিএনপির কমিটিকে ‘অসঙ্গতিপূর্ণ’ দাবি করে বিক্ষোভ

নাটোর প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২৫, ০৪:৫১ পিএম

নাটোর জেলা বিএনপির কমিটিকে ‘অসঙ্গতিপূর্ণ’ দাবি করে বিক্ষোভ

ছবি-বর্তমান বাংলাদেশ।

নাটোর জেলা বিএনপির ঘোষিত আহ্বায়ক কমিটিকে অসঙ্গতিপূর্ণ দাবি করে তিন জনকে বাদ দেয়ার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপির এক একাংশ। 


সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে নাটোর শহরের হাফরাস্তা নেসকো অফিস থেকে বিক্ষোভ মিছিল বের করে নেতাকর্মীরা।


মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কানাইখালী পুরাতন বাসস্ট্যান্ডে এসে শেষ হয়। পরে সেখানে হয় সমাবেশ।


এ সময় জেলা বিএনপির সাবেক আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চু  বক্তব্য রাখেন।


তারা বলেন, পূর্নাঙ্গ কমিটি নিয়ে আমাদের বিরোধীতা নেই। নতুন আহ্বায়ক কমিটির একজন যুগ্ম আহ্বায়ক ও ২ জন সদস্য ১৭ বছরে বিএনপির কোনো কর্মসূচিতে ছিলেন না। তাই তাদের বাদ দিতে হবে।


উল্লেখ্য, শনিবার (২ ফেব্রুয়ারি) রাতে রহিম নেওয়াজকে আহ্বায়ক ও আসাদুজ্জামান আসাদকে সদস্য সচিব করে জেলা বিএনপির ১৬ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। 

বর্তমান বাংলাদেশ

Link copied!