ঢাকা শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫

কমলগঞ্জে ভাবিকে হত্যাকারী সেই দেবর আটক

মনজু বিজয় চৌধুরী, মৌলভীবাজার

প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২৫, ০২:২৭ পিএম

কমলগঞ্জে ভাবিকে হত্যাকারী সেই দেবর আটক

ছবি-বর্তমান বাংলাদেশ।

মৌলভীবাজারের কমলগঞ্জে কারিমা বেগম (৩৮) নামে এক নারীকে ছুরিকাঘাতে হত্যার ৯ ঘণ্টার মধ্যে ঘাতক মঞ্জুর মিয়াকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দিবাগত রাতে কমলগঞ্জ উপজেলার জাঙ্গালিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গতকাল (১৬ জানুয়ারি) বিকেলে কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের পাত্রখোলা চা বাগান বাজারে ভিকটিম কারিমা বেগমকে তার দেবর মঞ্জুর মিয়া ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভিকটিমকে মৃত ঘোষণা করেন।

এঘটনায় ভিকটিমের ভাই আব্দুস সাত্তার বাদী হয়ে কমলগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন জানান, ‘গোপন সোর্স এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় গতকাল রাতে হত্যাকাণ্ডের জড়িত ভিকটিমের দেবর মঞ্জুর মিয়াকে গ্রেফতার করা হয়েছে। আজ তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।’

বর্তমান বাংলাদেশ

Link copied!