নাটোর সদর থানার পুলিশ কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলামের ঘুষ গ্রহণের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, পুলিশ ক্লিয়ারেন্সের জন্য প্রয়োজনীয় কাগজপত্র দিতে আসা এক ব্যক্তি এসআই আমিনুলের হাতে ঘুষ প্রদান করছেন। ঘটনার পর সর্বমহলে নিন্দার ঝড় বইছে।
ঘটনাটি শনিবার (১৮ জানুয়ারি) রাতে প্রকাশিত হয়। এর পর, এসআই আমিনুল ইসলামকে পদচ্যুত (ক্লোজড) করে নাটোর পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন নাটোর সদর থানা পুলিশের কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান।
ভিডিওতে দেখা যায়, এসআই আমিনুল ইসলাম ঘুষের টাকা ড্রয়ারে রেখে দেন এবং সেবা প্রার্থীকে বলতে শোনা যায়, ‘৩০০ টাকা চা খেতে দিয়েছি’। এছাড়াও তিনি জানান, পুলিশ ক্লিয়ারেন্সের জন্য এক হাজার টাকা ঘুষ দিয়েছেন।
আরেক ভুক্তভোগী মামুন হোসেন জানান, তিনি তার এক পরিচিত মোবারক হোসেনের পুলিশ ক্লিয়ারেন্সের জন্য কাগজপত্র জমা দিতে গিয়ে এসআই আমিনুল ইসলামের কাছ থেকে ঘুষ দাবি করেন। পরে, যখন তিনি ঘুষ দিতে অস্বীকার করেন, এসআই তাকে পুনরায় ফোন করে ঘুষের দাবি করেন।
এ বিষয়ে, নাটোর সদর থানা পুলিশের কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান বলেন, ‘এ ঘটনা পুলিশের জন্য অত্যন্ত দুঃখজনক। এসআই আমিনুল ইসলামকে সদর থানা থেকে ক্লোজড করে পুলিশ লাইনে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।’
এদিকে, অভিযুক্ত এসআই আমিনুল ইসলামের মোবাইলফোনে একাধিকবার কল করলেও তিনি কল রিসিভ করেননি।
আপনার মতামত লিখুন :