ঢাকা শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫

রাণীনগরে আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের খোঁজখবর নিলেন পরিচালক

মামুনুর রশিদ, রাণীনগর

প্রকাশিত: মার্চ ১৮, ২০২৫, ০২:৫১ পিএম

রাণীনগরে আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের খোঁজখবর নিলেন পরিচালক

ছবি-বর্তমান বাংলাদেশ।

নওগাঁর রাণীনগরে আশ্রয়ণ-২ প্রকল্পের পল্লীগুলো পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টার কার্যালয়ের যুগ্ম সচিব ও আশ্রয়ণ-২ প্রকল্পের প্রকল্প পরিচালক মো. মনিরুল ইসলাম পাটওয়ারী। সোমবার সরকারি সফরের অংশ হিসেবে তিনি উপজেলার চৌধুরীপুকুর ও মালিপুকুর আশ্রয়ণ প্রকল্পের ঘরগুলো পরিদর্শন করেন। 

এ সময় তিনি আশ্রয়ণে বসবাস করা বাসিন্দাদের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং সার্বিক খোঁজ খবর নেন। এরপর উপজেলার রক্তদহ বিল পর্যটন এলাকা ও পাখি পল্লী পরিদর্শন করেন।

এ সময় নওগাঁর অতিরিক্ত জেলা প্রশাসক মো. সোহেল রানা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ নওশাদ হাসান, আশ্রয়ণ-২ প্রকল্পের সহকারী প্রকৌশলী ইসতিয়াক নাসির, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা প্রকল্প পরিচালকের সঙ্গে ছিলেন।

এ সময় আশ্রয়ণ-২ প্রকল্পের প্রকল্প পরিচালক মো. মনিরুল ইসলাম পাটওয়ারী বলেন, সদিচ্ছা থাকলে একজন কর্মকর্তা ওই উপজেলাসহ উপজেলার মানুষের জন্য অনেক ভালো কিছু করতে পারেন। আমার পরবর্তী সময়ে একাধিক ইউএনও রাণীনগর উপজেলার মানুষদের জন্য অনেক ভালো কাজ করে গেছেন। কাজের মাধ্যমে এই উপজেলার মানুষরা এখনোও আমাকে স্মরণ করে এটিই জীবনের শ্রেষ্ঠ প্রাপ্তি। তাই যে যার স্থান থেকে দেশের জন্য, দেশের মানুষের জন্য ভালো কিছু করার চেষ্টা করলেই আমাদের দেশটি আরো অনেক এগিয়ে যেতো। বিশেষ করে দেশের পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত অসহায়, গরীব ও দু:স্থ মানুষদের মাঝে সরকারের বরাদ্দকৃত সুযোগ-সুবিধাগুলো সঠিকভাবে পৌঁছে দিতে পারলেই একটি বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণ করা সম্ভব এবং সেই প্রত্যয় নিয়ে সবাইকে কাজ করার প্রতি তিনি আহ্বান জানান।

বর্তমান বাংলাদেশ

Link copied!