সুনামগঞ্জ শান্তিগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় এক নারী নিহত হওয়ার খবর পাওয়া গেছে৷
বৃহস্পতিবার(৯ জানুয়ারি) বিকেলে উপজেলার পাথারিয়া ইউনিয়নের দিরাই-সুনামগঞ্জ আঞ্চলিক সড়কের নগর এলাকায় এই সড়ক দুর্ঘটনাটি ঘটে। নিহত নারী নগর গ্রামের মৃত সুবল দাসের স্ত্রী গীথা রানী দাস(৬৫)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে দিরাই-সুনামগঞ্জ আঞ্চলিক সড়কের নগর এলাকায় রাস্তা পারাপারের সময় একটি দ্রুতগতির মোটরসাইকেল ঐ নারীকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন৷ চিৎকার শুনে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন৷
ঘটনার সত্যতা নিশ্চিত করে শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. আকরাম আলী বলেন, নগর এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় এক নারী নিহত হয়েছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :