বগুড়ার বিমানবন্দর চালু করার বিষয়ে উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে বিমানবাহিনী প্রধান হাসান মাহমুদ খান বলেছেন, এই বিমানবন্দর চালু করতে হলে প্রয়োজন সর্বনিম্ন ৬ হাজার ফুট রানওয়ে। তবে এখন আছে ৪৭০০ ফুট। আরও ১৩০০ ফুট রানওয়ে হলে বগুড়ায় বিমানবন্দর চালু সম্ভব।
এ সময় বিমান বাহিনী প্রধান বলেন, দেশের নবম বিমানবন্দর হিসেবে চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এটি চালু হলে অর্থনৈতিক পরিসর আরও সমৃদ্ধ হবে।
রোববার (১২ জানুয়ারি) বগুড়ায় বিমানবন্দর এলাকা পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, এ বন্দর নিয়ে আগের সরকারকে একাধিকবার প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু কোনো গুরুত্ব পায়নি। আমরা নতুন করে সরকারকে প্রস্তাব দেব। বাজেট পেলেও স্বল্প পরিসরে চালু করতে কমপক্ষে এক বছর সময় লাগবে।
প্রসঙ্গত, বগুড়ায় বিমানবন্দর স্থাপনের উদ্যোগ নেওয়া হয় ১৯৮৭ সালে। কিন্তু নানা জটিলতায় সেই উদ্যোগে ভাটা পড়ে। এরপর ১৯৯১-৯৬ মেয়াদে বিএনপি সরকারের শেষ দিকে এখানে বিমানবন্দর স্থাপনের নীতিগত সিদ্ধান্ত চূড়ান্ত হয়। এ জন্য ২২ কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন পায়। ১৯৯৫ সালে সদর উপজেলার এরুলিয়া এলাকায় বগুড়া-নওগাঁ মহাসড়কের পাশে ১০৯ একর জমি অধিগ্রহণ করে সরকার। ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর প্রকল্পের আওতায় রানওয়ে, কার্যালয় ভবন ও কর্মকর্তাদের জন্য আবাসিক ভবন নির্মাণ, বিদ্যুৎ ও পানি সরবরাহ, রাস্তাঘাট নির্মাণসহ প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ শুরু করে। প্রকল্পের কাজ শেষ হয় ২০০০ সালে। কিন্তু বাণিজ্যিকভাবে বিমান আর ওড়েনি।
আপনার মতামত লিখুন :