বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর জেলার উদ্যোগে উপজেলা জামায়াতে কর্মপরিষদ সদস্যদের নিয়ে দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও প্রচার বিভাগের সেক্রেটারি এডভোকেট মতিউর রহমান আকন্দ।
১১ জানুয়ারি শনিবার সদর উপজেলার বাজিতখিলা মাদ্রাসা মিলনায়তনে এ শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে।
শেরপুর জেলা জামায়াতের আমীর মাওলানা হাফিজুর রহমানের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারী নুরুজ্জামান বাদল এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারী ড. ছামিউল হক ফারুকী, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও শেরপুর আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী হাফেজ রাশেদুল ইসলাম।
বক্তারা বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে জামায়াতের কর্মীদের করণীয় সম্পর্কে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক জেলা সেক্রেটারি মাওলানা আব্দুল বাতেন, জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক আবুল কালাম আজাদ, জেলা কর্ম পরিষদ সদস্য ও পেশাজীবি বিভাগের সেক্রেটারি ডা.আনোয়ার হোসাইন, সমাজ সেবা বিভাগের সেক্রেটারি মাওলানা আব্দুল আওয়াল, উলামা বিভাগের সেক্রেটারি হাফেজ মাওলানা আব্দুর রহমান, তরবিয়ত সেক্রেটারি মাহফুজুর রহমান, প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি গোলাম কিবরিয়া, জেলা শুরা সদস্য মাওলানা আব্দুল কাদের, মাওলানা নুরুন্নবী,আব্দুল হাকিম প্রমুখ।
আপনার মতামত লিখুন :