ঢাকা মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫

বরিশাল নগর বিএনপির সদস্য সচিব জিয়ার বিরুদ্ধে মানববন্ধন

শাওন খান, বরিশাল

প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২৫, ০১:৩১ এএম

বরিশাল নগর বিএনপির সদস্য সচিব জিয়ার বিরুদ্ধে মানববন্ধন

ছবি-বর্তমান বাংলাদেশ।

মহানগর বিএনপির সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার জিয়ার বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি করেছে মহানগর বিএনপির যুগ্ন আহবায়ক হালিম মৃধা। 

 

রোববার সকালে নগরের টাউন হলের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।উক্ত মানববন্ধন কর্মসূচিতে দাবী করা হয় যুগ্ন আহবায়ক হালিম মৃধা সদস্যসচিব জিয়া সিকদারের বিরুদ্ধচারন করায় তার উপর হামলা করেছে জিয়া সিকদারের দলবল।

 

শনিবার রাতে হালিম মৃধা তার মেয়ে জামাইয়ের বাড়ি থেকে বের হয়ে নিজের গন্তব্যস্থলে যাওয়ার সময় এ ঘটনা ঘটে। হামলার সময় জিয়া সিকদার নিকট দুরত্বে অবস্থান করছিল বলে দাবী ঐ যুগ্ম আহবায়কের। এ ঘটনায় থানায় অভিযোগ দেয়া হয়েছে তবুও পুলিশ এখনও ব্যবস্থা নেয়নি। উক্ত মানববন্ধন কর্মসূচিতে মহানগর বিএনপির আরেক যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম লিটু ও সদস্য নওশাদ নান্টু সহ বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 


মানববন্ধন ও থানায় দেয়া অভিযোগ সুত্রে জানা যায়, জিয়া সিকদারের সাথে থাকা নাতি কালাম, সাদ্দাম, সোহাগ, আসাদ, ইউসুফ গাজী, রাকিব, সমিরসহ আরও ২০/২৫ জনের একটি দল রুপাতলি মিনিবাস মালিক সমিতির কার্যালয়ের সামনে লিলি প্রেট্রোল পাম্পের সামনের রাস্তায় তার পথরোধ করে এবং তাকে অপহরন করার চেষ্টা করে। একই সাথে তাকে বেধরক কিল ঘুসি মারে।এ সময় তার সাথে থাকা ৬০,০০০টাকা নিয়ে যায় ঐ ব্যক্তিরা।এ ঘটনায় মানববন্ধন করে দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে সদস্যসচিব কে বহিষ্কার করার দাবী জানানো হয়।


অন্যদিকে কোতোয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান অভিযোগ পাওয়ার বিষয়টি শিকার করে পরবর্তী আইনগত ব্যাবস্থা নেয়ার কথা জানান।


তবে এ বিষয়ে মহানগর বিএনপির সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার জিয়া বলেন,এ ধরনের কোন ঘটনা ঘটেনি।কেউ হয়ত তাকে দিয়ে রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করছে।

বর্তমান বাংলাদেশ

Link copied!