মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় শেরপুরে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২৬ শে মার্চ বুধবার শেরপুর সরকারি কলেজ মাঠে এ দোয়া ও ইফতারের আয়োজন করা হয়।
শেরপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ও জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক কামরুল হাসানের উদ্যোগে এ দোয়া ও ইফতার মাহফিলে দেড় সহস্রাধিক লোকজন অংশ নেয়।
এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফজলুর রহমান রহমান তারা, শেরপুর শহর বিএনপির সভাপতি প্রভাষক মামুনুর রশীদ পলাশ, কৃষক দলের সভাপতি শফিকুল ইসলাম গোল্ডেন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আতাহারুল ইসলাম আতা, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মামুনুর রশীদ মামুন, জেলা ছাত্রদলের সভাপতি নিয়ামুল হাসান আনন্দ, জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মনোয়ার হোসেন রঞ্জু, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাঈম হাসান উজ্জ্বল, জেলা বিএনপির সাবেক পরিবেশ বিষয়ক সম্পাদক হাসানুর রেজা জিয়া, জেলা বিএনপির সাবেক যুব বিষয়ক সম্পাদক রমজান আলী, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :