ঢাকা মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫

জলঢাকায় শহীদ মাওলানা মমতাজ উদ্দিনের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রাশেদুল ইসলাম, নীলফামারী

প্রকাশিত: জানুয়ারি ৫, ২০২৫, ০৯:০৬ পিএম

জলঢাকায় শহীদ মাওলানা মমতাজ উদ্দিনের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ছবি-বর্তমান বাংলাদেশ।

নীলফামারীর জলঢাকায় জামায়াতে ইসলামীর উদ্যোগে শহীদ মাওলানা মমতাজ উদ্দিন স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৫ জানুয়ারি) বিকাল ৪টায় কৈমারী ইউনিয়নের গাবরোল বালাপাড়ায় জামায়াতে ইসলামী কৈমারী ইউনিয়ন শাখার আয়োজনে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।

অনুষ্ঠানটি পরিচালনা করেন জামায়াতের কৈমারী ইউনিয়ন সেক্রেটারি সাইদার রহমান মাস্টার এবং সভাপতিত্ব করেন ইউনিয়ন সভাপতি মাওলানা আব্দুল আজিজ।

প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য ও নীলফামারী জেলা আমীর মাওলানা অধ্যক্ষ আব্দুস সাত্তার। তিনি বলেন, “গত ১৫ বছরে স্বৈরাচার শেখ হাসিনা জামায়াতের অসংখ্য কর্মীকে গুম ও খুন করেছেন। এরই ধারাবাহিকতায় পুলিশের গুলিতে শহীদ হয়েছেন মাওলানা মমতাজ উদ্দিন। ফ্যাসিবাদী শেখ হাসিনা সরকার দেশের অসংখ্য মানুষকে পঙ্গু ও অন্ধ করেছে।”

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মনিরুজ্জামান জুয়েল, জেলা প্রচার সেক্রেটারি প্রভাষক মো. ছাদের হোসেন, জেলা শুরা সদস্য ওবায়দুল্লাহ সালাফি, এবং উপজেলা আমীর মোখলেছুর রহমান।

জামায়াতের নেতৃবৃন্দ শহীদ মমতাজ উদ্দিনের জন্য দোয়া এবং তার পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের আহ্বান জানান।আলোচনা শেষে শহীদ মমতাজ উদ্দিনের স্মরণে দোয়া মাহফিলে তার আত্মার মাগফিরাত কামনা করা হয়।

বর্তমান বাংলাদেশ

Link copied!