লালমনিরহাটের হাতীবান্ধায় বাড়িতে একা পেয়ে ৬ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে একই এলাকার নুর আমিন মুন্সি (৫৪) নামে একজন`কে গ্রেফতার করেছে হাতীবান্ধা থানা পুলিশ।
রোববার (২৩ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলার গড্ডিমারি দোয়ানী গ্রাম থেকে নুর আমিন মুন্সি (৫৪)কে গ্রেফতার করেন পুলিশ। এ ঘটনার পর স্থানীরা ঐ বৃদ্ধকে দড়ি হাতে বেঁধে আটক করেন।
এর আগে শুক্রবার (২১ ফেব্রুয়ারী) বিকেলে বাড়িতে একা পেয়ে ও শিশুকে জোরপূর্বক ঘরে ঢুকে ধর্ষণ করেন। এর একদিন পর (২২ ফেব্রুয়ারী) শনিবার বিষয়টি জানাজানি হয়।
গ্রেফতারকৃত নুর আমিন মুন্সি গড্ডিমারী ইউনিয়নের দোয়ানি গ্রামে বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার দোয়াানি গ্রামে গত শুক্রবার বিকেলে বাড়িতে একা পেয়ে ৬ বছরের শিশুকে ঘরে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে নুর আমিন মুন্সি। পরে বিষয়টি জানাজানি হলে। ওই শিশুকে হাতীবান্ধার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে শিশুর বাবা হাতীবান্ধা থানা একটি ধর্ষণ মামলা দায়ের করেন। ধর্ষণের অভিযোগে থানা পুলিশ তাকে গ্রেফতার করেছে।
স্থানীয় জয়নাল হক বলেন,নুর আমিন মুন্সি একটি মসজিদের ইমামতি ও স্থানীয় সাধুর বাজারে কাঁচামাল ব্যবসা করতেন। এ ঘটনায় আমরা তাকে পুলিশের কাছে সোপর্দ করেছি।
এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদুন-নবী বলেন, ওই শিশুর বাবা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করলে আমরা অভিযুক্তকে গ্রেপ্তার করি। আগামীকাল তাকে জেলহতে পাঠানো হয়।
আপনার মতামত লিখুন :