ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪

সড়ক দুর্ঘটনায় ছেলের সামনে বাবার মর্মান্তিক মৃত্যু

রাশেদুল ইসলাম, নীলফামারী

প্রকাশিত: নভেম্বর ৫, ২০২৪, ০৮:২৯ পিএম

সড়ক দুর্ঘটনায় ছেলের সামনে বাবার মর্মান্তিক মৃত্যু

ছবি-বর্তমান বাংলাদেশ।

নীলফামারীর ডোমারে সড়ক দুর্ঘটনায় ছেলের সামনে বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি মঙ্গলবার (০৫ নভেম্বর) বিকেলে ডোমার উপজেলার বেতগাড়া ধঞ্জনপুর এলাকায় এ ঘটনা ঘটেছে।

 

নিহত মফিজুল ইসলাম (৬৫) উপজেলা জোড়াবাড়ির ডাইরকামারি এলাকার মৃত চেরা মামুদের ছেলে। পেশায় তিনি একজন কৃষক।

 

নিহতের ছেলে ঘটনার প্রত্যক্ষদর্শী আলম হোসেন(৩৫) জানান, বিদ্যুৎ বিল দেয়ার উদ্দেশ্যে চার্জার ভ্যানগাড়িতে বাড়ি থেকে ডোমার বাজার আসার পথে বেতগাড়া ধঞ্জনপুরে ডোমার থেকে চিলাহাটিগামী তয়েজ এন্টারপ্রাইজের এক বাস ধাক্কা দেয়। এসময় সড়কে ছিটকে পড়ে মাথায় প্রচন্ড আঘাতপ্রাপ্ত হন। দুর্ঘটনায় ডান পা ভেঙে যায়। প্রচুর রক্তক্ষরণ হয়ে ঘটনাস্থলেই আমার বাবা মারা যান।

 

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম। তিনি বলেন, মরদেহ থানায় নেয়া হয়েছে। কারো আপত্তি না থাকলে মরদেহ স্বজনদের নিকট হস্তান্তর করা হবে।

বর্তমান বাংলাদেশ

Link copied!