ঢাকা শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪

উত্তরবঙ্গে মানুষ গত ১৫ বছর যে বৈষম্যের শিকার হয়েছে তা দুর করা হবে: উপদেষ্টা আসিফ মাহমুদ

রাশেদুল ইসলাম, নীলফামারী

প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০২৪, ১০:৫৪ এএম

উত্তরবঙ্গে মানুষ গত ১৫ বছর যে বৈষম্যের শিকার হয়েছে তা দুর করা হবে: উপদেষ্টা আসিফ মাহমুদ

ছবি-বর্তমান বাংলাদেশ।

তিস্তা নিয়ে মহাপরিকল্পনা রয়েছে। উত্তরবঙ্গে মানুষ গত ১৫ বছর যে বৈষম্যের শিকার হয়েছে তা দুর করা হবে বলে প্রতিশ্রুতি দেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

তিনি বলেন, শুষ্ক মৌসুমে পানির অভাব এবং বন্যার মৌসুমে পানিতে তলিয়ে যাওয়া এটা উত্তরবঙ্গের মানুষের দীর্ঘদিনের সমস্যা। পানিসম্পদ উপদেষ্টা এবং আমি আগামী বছরের শুরুর দিকে উত্তরবঙ্গে আবার আসব। তিস্তার পানির সমস্যা কিভাবে নিরসন করা যায়, এটার দীর্ঘমেয়াদি সমাধান কিভাবে হতে পারে তার জন্য গণশুনানির আয়োজন করা হবে। আমরা উত্তরবঙ্গের মানুষের কথা শুনব।

বুধবার (২৫ ডিসেম্বর) দুপুরে জলঢাকা সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় জনসাধারণের সাথে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন উপদেষ্টা আসিফ মাহমুদ। এরপর জলঢাকা উপজেলা প্রশাসনের আয়োজনে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) মোস্তফা মঞ্জুর, কেন্দ্রীয় অন্যতম সমন্নয়ক ও জাতীয় নাগরিক কমিটির সংগঠক আবু সাঈদ লিওন, থানা অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম মন্ডল, উপজেলা বিএনপি"র সাধারণ সম্পাদক ময়নুল ইসলাম, জেলা জামায়াতের মজলিসে শুরা সদস্য ওবায়দুল্লাহ সালাফি, উপজেলা জামায়াতে আমির মোখলেছুর রহমান সহ স্থানীয় সমন্নয়কবৃন্দ।

সভায় জলঢাকা উপজেলার উন্নয়ন কার্যক্রম, শীতকালীন সহায়তা, এবং ভবিষ্যত পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। কর্মকর্তারা বিভিন্ন শিক্ষা, স্বাস্থ্য ও উন্নয়নমূলক প্রকল্পের উপর আলোকপাত করেন এবং এলাকার জনগণের জীবনমান উন্নয়নে একযোগে কাজ করার প্রতিশ্রুতি দেন।

বর্তমান বাংলাদেশ

Link copied!