নীলফামারীর ডোমারে `ব্লু স্টার স্কুল এন্ড কলেজ` নামের স্থানীয় এক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের আয়োজনে ব্যতিক্রমী পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরতে শিক্ষার্থীদের অংশগ্রহণে এ উৎসবের আয়োজন করা হয়।
রবিবার (২৬ জানুয়ারি) `ব্লু স্টার স্কুল এন্ড কলেজ` প্রাঙ্গণে ব্যতিক্রমী পিঠা উৎসবটির আয়োজন করে অত্র বিদ্যালয়ের অধ্যয়নরত শিক্ষার্থীরা। পিঠা কিনতে ও উৎসবটি উপভোগ করতে অভিভাবকেরা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ভীড় করেন।
`ব্লু স্টার স্কুল এন্ড কলেজ` এর অধ্যক্ষ একেএম মাহবুব আলম এর সভাপতিত্বে উৎসবটির উদ্বোধন করেন পরিচালক আবু হাতেম ও আব্দুল মানান।
পিঠা উৎসবে প্রায় ১৬ ধরনের পিঠার স্টল বসানো হয়। এসব স্টলে পিঠা তৈরি ও বিক্রয়ে অংশ নেন শিক্ষার্থীরা। ভাপা, পাটিসাপটা, চিতই, দুধপুলি, সন্দেশপিঠা, শামুকপিঠাসহ বিভিন্ন ঐতিহ্যবাহী পিঠা স্থান পায় উৎসবে। পিঠা তৈরি ও ঐতিহ্যবাহী খাবার সম্পর্কে জ্ঞান অর্জনের পাশাপাশি আনন্দে মেতে ওঠে শিক্ষার্থীরা। স্কুল প্রাঙ্গণে আয়োজিত এ উৎসবে অংশ নেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও।
অভিভাবকরা এমন আয়োজনের প্রশংসা করে বলেন, `আমাদের সন্তানদের সংস্কৃতির সাথে পরিচিত করার এ আয়োজন অত্যন্ত প্রশংসনীয়। আনন্দঘন পরিবেশে বাচ্চারা উৎসবটি পালন করছে। নিজেদের সহপাঠী সহ বড়দের সামনে কিভাবে নিজেদের উপস্থাপন করতে হবে সেটিও তারা শিক্ষালাভ করছে।`
বাঙালীদের সংস্কৃতি ও ঐতিহ্য ধরে রাখতে এই আয়োজন করা হয়েছে বলে জানান `ব্লু স্টার স্কুল এন্ড কলেজ এর পরিচালক আবু হাতেম। তিনি বলেন, `বর্তমানে বাচ্চারা অনেক অপসংস্কৃতির মধ্যে নিমজ্জিত। সেই বিষয়টি মাথায় রেখে আমরা শিক্ষার্থীদের নতুন কিছু শেখাতে এই আয়োজন করেছি।`
দিনব্যাপী এই উৎসব গান, নৃত্য এবং নাটকের পরিবেশনার মধ্য দিয়ে শেষ হয়।
আপনার মতামত লিখুন :