ঢাকা শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫

তরুণদের মাঠে ফেরাতে নীলফামারীতে প্রবীণদের ব্যতিক্রমী ফুটবল খেলা

রাশেদুল ইসলাম, নীলফামারী

প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২৫, ০৭:১৪ পিএম

তরুণদের মাঠে ফেরাতে নীলফামারীতে প্রবীণদের ব্যতিক্রমী ফুটবল খেলা

ছবি-বর্তমান বাংলাদেশ।

তরুণ প্রজন্মকে মাদকের ছোবল থেকে দূরে রাখতে এবং খেলাধুলার প্রতি আগ্রহী করতে অনুষ্ঠিত হয়েছে প্রবীণদের ব্যতিক্রমী ফুটবল খেলা। এ উদ্যোগের কারনে প্রবীণদের শারীরিক সুস্থতা ও নবীণদের মাঠে ফেরাতে আগ্রহী করবে।

নীলফামারীর ডোমার উপজেলার বামুনিয়া ও গোমনাতী ইউনিয়নের ৫০ বছর উর্দ্ধ প্রবীণ ব্যক্তিদের নিয়ে এক ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। উক্ত খেলাটির আয়োজন করে ‘সম্মিলিত প্রয়াস’ নামের একটি সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন।

শনিবার বিকেলে উপজেলার গোমনাতী হাইস্কুল মাঠে অংশগ্রহণ করেন ‍‍`বামুনিয়া ইউনিয়ন বনাম গোমনাতী ইউনিয়ন‍‍` এর ৫০ ঊর্ধ্ব প্রবীণ খেলোয়াড়েরা। খেলাটি উপভোগ করতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে নানান বয়সী হাজারো দর্শকের উপস্থিতি লক্ষ্য করা গেছে। ৪০ মিনিটের জমজমাট খেলায় দ্বিতীয়ার্ধে এক শূন্য গোলে বামুনিয়া ইউনিয়নকে পরাজিত করে বিজয়ীর মুকুট পরেছে গোমনাতী ইউনিয়ন।

বিশিষ্ট লেখক ও গবেষক অধ্যাপক রফিকুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন নীলফামারী জেলা জিয়া পরিষদের সভাপতি আবু সাদেক চৌধুরী লুলু, ডোমার থানার অফিসার ইনচার্জ আরিফুল ইসলাম, সম্মিলিত প্রয়াসের সভাপতি সম্রাট ইসলাম প্রমুখ।

পরবর্তী প্রজন্মকে উজ্জীবিত করার জন্য এই খেলার আয়োজন। প্রবীণদের এই খেলা দেখে তরুনেরা যেন উদ্বুদ্ধ হয়ে যাবতীয় অসামাজিক কাজ থেকে দূরে থাকে, এমনটাই প্রত্যাশা করেন প্রবীণ খেলোয়াড়েরা।

উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত দর্শকেরা জানান, এতোদিন ছেলেদের খেলা দেখেছি আজ বৃদ্ধদের খেলা দেখলাম। ব্যতিক্রমী উদ্যোগের কারনে অবশ্যই তরুনেরা অনুপ্রাণিত হবে। ‍‍`সম্মিলিত প্রয়াস‍‍` সংগঠনের এমন উদ্যোদের কারনে আনন্দিত দর্শকেরা।

অনুষ্ঠানে অতিথিরা বলেন, প্রবীণদের এই খেলা তরুণদের মাঝে নতুন করে উদ্দীপনা জাগিয়েছে। বর্তমান সময়ের তরুণ ও নবীনরা মাঠে খুব একটা দেখা যায় না। তবে এমন আয়োজনের মাধ্যমে তরুণদের মাঠে ফেরার আহ্বান জানাচ্ছেন প্রবীণরা।

‍‍`সম্মিলিত প্রয়াস‍‍` এর সভাপতি সম্রাট ইসলাম জানান, এই আয়োজনের মূল উদ্দেশ্য হলো প্রবীণদের আনন্দ দেওয়া এবং নবীনদের খেলার প্রতি আগ্রহী ও অনুপ্রাণিত করা। এ খেলার মাধ্যমে প্রবীণরা যেমন নিজেদের শারীরিক সুস্থতা বজায় রাখার বার্তা দিয়েছেন, তেমনি তরুণদের মাঠে ফেরার প্রেরণা জোগানোর চেষ্টা করেছেন।

বর্তমান বাংলাদেশ

Link copied!