ঢাকা মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫

রাণীনগরে ভোটার তালিকা হালনাগাদ উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মামুনুর রশিদ, রাণীনগর

প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২৫, ০৪:৫০ পিএম

রাণীনগরে ভোটার তালিকা হালনাগাদ উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ছবি-বর্তমান বাংলাদেশ।

নওগাঁর রাণীনগরে ভোটার তালিকা হালনাগাদ ২০২৫ উপলক্ষ্যে উপজেলা সমন্বয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার সকালে উপজেলা নির্বাচন অফিস পরিষদ সভাকক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করেন।

সভায় নীতিমালা অনুযায়ী উপজেলার নতুন ভোটার ও ভোটার তালিকা হালনাগাদের বিষয়ে নানান আলোচনা করা হয়।

রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাইমেনা শারমীনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রাজিয়া মার্জিয়া, রাণীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোসলেম উদ্দীন বসুনিয়া, উপজেলা বিএনপির সভাপতি এছাহক আলী, উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির মোস্তফা ইবনে আব্বাস, উপজেলা আইসিটি কর্মকর্তা কামরুজ্জামান, রাণীনগর শের-এ বাংলা সরকারি মহাবিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ মোফাখ্খর খাঁন প্রমুখ।

বর্তমান বাংলাদেশ

Link copied!