গাজীপুরের শ্রীপুরে গভীর রাতে এক কৃষকের গোয়াল ঘরের তালা ভেঙে ৬টি গরু চুরি করে নিয়ে গেছে চোরেরা। একই এলাকায় পরপর চুরির ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্থানীয়দের মধ্যে।
সোমবার (২৩ ডিসেম্বর) রাত ৩টার দিকে শ্রীপুর পৌরসভার ৩নং ওয়ার্ড লোহাগাছ গ্রামের সাতরাস্তা এলাকার এ ঘটনা ঘটে।ক্ষতিগ্রস্ত কৃষক হারুন মিয়া ওই এলাকার আব্দুল বারেক মিয়ার ছেলে। তিনি জানান, চুরি হওয়া ৬টি গরুর মূল্য প্রায় ৭ লাখ টাকা।
জানা গেছে, সোমবার গভীর রাতে পৌরসভার লোহাগাছ গ্রামের সাতরাস্তা মোড় এলাকার কৃষক হারুন মিয়ার কাজলা রঙের ২ গাভী, কালো রঙের একটি সিন্ধি বাচুর, লাল রঙের একটি শাহী ওয়াল বকনা বাচুর, লাল রঙের একটি ষাঁড় বাছুর ও লাল রঙের একটি বকনা বাচুর গোয়াল ঘর থেকে চুরি করে নিয়ে যায় চোরের দল। রাত ৩টা থেকে ৪টার মধ্যে গোয়াল ঘরের তালা কেটে গরুগুলো চুরি করে অজ্ঞাত চোরেরা। চুরির পরপরই খোঁজ পেলেও ঘণ কুয়াশার কারনে চুরের গাড়ি ধরতে পারেনি বলে জানান স্থানীয়রা।
গরুর মালিক হারুন মিয়া বলেন, `রাত ৩টার আগে গোয়াল ঘরে গরুগুলো দেখে আমরা ঘুমিয়ে পড়ি। রাত ৪টার দিকে আওয়াজ পেয়ে আমি গোয়াল ঘরে গিয়ে দেখে গরুগুলো নেই। পরে তাঁর ডাক চিৎকারে আমরা আশপাশে ছুটাছুটি করে রাস্তায় গাড়ির শব্দ পাই। পরে আশপাশে ছুটাছুটি করেও কোনো সন্ধান পাইনি।
স্থানীয় বাসিন্দা ফরহাদ হোসেন বলেন, এলাকায় গরু চুরি বেড়ে যাওয়ায় কারণে কৃষকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। প্রায় প্রতি রাতেই চুরির হচ্ছে। অনেক কৃষক রাত জেগে তাঁদের গোয়ালঘর পাহারা দিচ্ছেন। তিনি বলেন, টহল পুলিশ ও স্থানীয় পাহারাদার আরও নজরদারি বাড়ালে চুরি ঠেকানো সম্ভব।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল বলেন,` খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কৃষকদের অভিযোগ পেলে গরু উদ্ধার ও আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
প্রসঙ্গত, গত এক সপ্তাহে ওই এলাকায় ২০টি গরু চুরির ঘটনা ঘটেছে। পুলিশ তদন্তে গেলেও কোনো গরুর সন্ধান দিতে পারেনি। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কৃষক ও খামারির।
আপনার মতামত লিখুন :