ঢাকা মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫

কালীগঞ্জে সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে জোরপূর্বক জমি দখলের অভিযোগ

নুরুল ফেরদৌস, লালমনিরহাট

প্রকাশিত: জানুয়ারি ৫, ২০২৫, ০৯:০৩ পিএম

কালীগঞ্জে সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে জোরপূর্বক জমি দখলের অভিযোগ

ছবি-বর্তমান বাংলাদেশ।

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ভোটমারি ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য ফজজলুল (৭০) এর বিরুদ্ধে জোর পূর্বক ৩ একর ৪১ জমি দখলের অভিযোগ দায়ের করেছেন শাহআলম নামে এক ভূক্তভোগী। 

অভিযোগে উল্লেখ্য করেন, উপজেলার ভোটমারী ইউনিয়নের  মৌজায় ১৪৭ খতিয়ানভূক্ত ৬২৭ দাগে  ৩ একর ৪০ শতাংশ জমি লিজ সূত্রে মালিক হয়ে দীর্ঘদিন ধরে ভোগদখল করিয়া আসিতেছেন। সম্প্রতি ইউপি সদস্য ফজলুল হক ও তার কয়েকজন সহযোগী মিলে নিজেদের সম্পত্তি দাবি করে জোর পূর্বক উক্ত জমি দখল করা চেষ্টা করেন। এসময় বাঁধা দিতে গেলে তাকে মারডাং করে জমি দখলে নিয়ে নেয় ফজলুল হক নামে সাবেক এক ইউপি সদস্য। 


ভুক্তভোগী শাহআলম জানান,কালীগঞ্জ থানাধীন ভোটমারী ১নং ওয়ার্ড মৌজাস্থ ০১ একর ৯৪ শতক জমি ২০ বছর পূর্ব হইতে নিজ দখলে ভোগ দখল করিয়া আসছেন। উক্ত জমি ভোগ দখল করা অবস্থায় শাহিনুর ইসলাম(৩০), সাইয়াকুল ইসলাম(৩৮), রফিকুল ইসলাম(৫০) সাদেকুল ইসলাম(৪৫), শাহিন ইসলাম (২৫),সহ কয়েেকজন আমার পথলীয় উক্ত জমির মালিকানা দাবীসহ জবর দখল করার পায়তারা করে বিরোধের সৃষ্টি করে গত ০৩-১২-২৪ইং তারিখ বেলা অনুমান ১১.০০ ঘটিকায় আমার ভোগদখলীয় ০১ একর ৯৪ শতক জমিতে ভুট্টার বীজ বপন করার উদ্দেশ্যে সার ছিটাইতে থাকা অবস্থায় পূর্ব পরিকল্পিতভাবে লাঠি সোটা, লোহার রড, ধারালো দা, ছোড়া লইয়া বেআইনী ভাবে দলবদ্ধ হইয়া শাহআলমের দখলীয় জমির ভিতরে প্রবেশ করে ভুট্টার বীজ বপন করার জন্য বাধা প্রদান করে। 

এসময় ফজলুল হকের হুকুমে রফিকুল ইসলাম তার হাতে থাকা লোহার রড দিয়া শাহআলমকে হত্যা করার উদ্দেশ্যে মাথা বরাবর আঘাত করে। এসময় আমি মাথা সরাইয়া নিলে উক্ত ডাং আমার ডানহাতে লাগিয়া থেতলা গুরুতর জখম হইয়া মাটিতে পড়িয়া গেলে অন্যান্য আসামীগন বাঁশের লাঠি ও লোহার রড নিয়া আমার শরীরের বিভিন্ন স্থানে এলোপাতারীভাবে মারপিট করিয়া জখম করে। 


এবং গলা ধরিয়া শ্বাসরুদ্ধ করিয়া হত্যা করার চেষ্টা করে। তখন আমার ছেলে মশিউর রহমান তাহা দেখিয়া আগাইয়া গিয়া আসামীগণের কাজে বাধা দিলে আসামী সাদেকুল ইসলাম তার হাতে থাকা লোহার রড দিয়া আমার ছেলে মশিউর রহমান কে হত্যা করার উদ্দেশ্যে মাথা বরাবর ডাং মারে। আমার ছেলে মশিউর রহমান উক্ত ডাং ডান হাত দিয়া ঠেকাইলে উক্ত ডাং ডান হাতের কজির মাঝামাঝি লাগিয়া হাড় ভেঙ্গে যায়। পরে স্থানীয়রা আমাদের উদ্ধার করে কালীগঞ্জ হাসপাতালে আনিয়া ভর্তি করে। কালিগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। 

এ ঘটনার সাথে জড়িত আসামিদের আইনের আওতায়নে বিচারের দাবি জানাই।এ ব্যাপারে অভিযুক্ত ফজলুল হকের সাথে একাধিকবার যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি।


ঘটনার ব্যাপারে কালীগঞ্জ  থানার ওসি সেলিম মালিক  জানান, জমি দখলের বিষয়ে একটি লিখিত অভিযোগ নেওয়া হয়েছে। তদন্ত পূর্বক আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।

বর্তমান বাংলাদেশ

Link copied!