নাটোরের লালপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে মো. শাহীন হোসেন (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত যুবককে আদালতে নেওয়ার প্রস্তুতি চলছে।
সোমবার (১৩ জানুয়ারি) বিকেলে লালপুর উপজেলার ডহরশৈলা গ্রামের একটি ভুট্টাখেতে এ ঘটনা ঘটে।
গ্রেফতার ওই যুবক উপজেলার একই এলাকার শহিদুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার বিকেলে লালপুর উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ১৪ বছরের এক কিশোরী বিলে ভুট্টার জমির পাশে ঘাস কাটছিল। এসময় একই এলাকার শাহীন তাকে জোর করে ভুট্টা খেতে তুলে নিয়ে ধর্ষণ করে। পরে ৯৯৯ নম্বরে ফোন দিলে পুলিশ রাতে গিয়ে অভিযান চালিয়ে অভিযুক্ত শাহীনকে গ্রেফতার করে।
লালপুর থানা পুলিশের কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান বলেন, এ ঘটনায় ভুক্তভোগীর বাবা পাউলুস পটল বিশ্বাস বাদী হয়ে রাতে থানায় শাহীনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। আইনগত প্রক্রিয়া শেষে আদালতে নেওয়ার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।
আপনার মতামত লিখুন :