ঝিনাইদহের মহেশপুর উপজেলার মান্দারবাড়ীয়া ইউনিয়নের বাথানগাছি গ্রামের বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস (দুদু) সোমবার রাতে ঢাকার নিজ বাসভবনে মৃত্যু বরণ করেন (ইন্না----রাজিউন)। মৃত্যু কালে তার বয়স হয়েছিলো (৮৬) বছর।
মঙ্গলবার সকালে শংকরহুদা বাথানগাছি মাধ্যমিক বিদ্যালয় চত্তরে বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাসের কফিনে ফুলের মালা দিয়ে রাস্ট্রিয়ভাবে শ্রদ্ধা জানান মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন মনিরা।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবু তালেব বিশ্বাস, সাবেক ডেপুটি কমান্ডার রবিউল আওয়াল, সাবেক পৌর কমান্ডার কাজী আব্দুস সাত্তার, মান্দারবাড়ীয়া ইউনিয়ন কমান্ডার আলতাফ হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোশারেফ হোসেনসহ উপজেলা ও ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধাবৃন্দ।
পরে গার্ড অব অনার ও জানাযা শেষে রাুষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয় বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাসের।
আপনার মতামত লিখুন :