ঝালকাঠির কাঁঠালিয়ায় এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ৫১ জন শিক্ষার্থী। স্কুল পর্যায় এসএসসি পরীক্ষায় ৩টি কেন্দ্রে ৩৯জন, মাদ্রাসা পর্যায় দাখিল পরীক্ষায় ২টি কেন্দ্রে ৯জন ও কারিগরি বোর্ডের অধীনে ৪টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ২টি থেকে ৩জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করে।
এরমধ্যে আমুয়া বন্দর আমীর মোল্লা মাধ্যমিক বিদ্যালয় থেকে ৯জন, আমুয়া চালিতাবুনিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় থেকে ৭জন, কাঁঠালিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় থেকে ৭ জন, কাঁঠালিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় থেকে ৬জন, আমুয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় থেকে ২জন, শৌলজালিয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে ১জন, চেঁচরী রামপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে ১জন, উত্তর ছিটকী বালিকা মাধ্যমিক বিদ্যালয় থেকে ১জন, সবুরাননেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয় থেকে ২জন, আওরাবুনিয়া মডেল মাধ্যমিক বিদ্যালয় থেকে ১জন ও আমুয়া কেন্দ্রের মঠবাড়িয়ার রাজারহাট শহীদ বাচ্চু মাধ্যমিক বিদ্যালয় ২জন জিপিএ-৫ অর্জন করে।
অপরদিকে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে উত্তর তালগাছিয়া নেছারিয়া ফাজিল মাদ্রাসা থেকে ৪জন, ছিটকী নেছারিয়া আলিম মাদ্রাসা থেকে ২জন, জাঙ্গালিয়া দাখিল মাদ্রাসা থেকে ২জন, পশ্চিম চেঁচরী সান-ই এলাহী দাখিল মাদ্রাসা থেকে ১জন জিপিএ-৫ অর্জন করে।
এছাড়া কারিগরি বোর্ডের অধীনে আমুয়া চালিতাবুনিয়া বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ২জন ও কেবিকে মাধ্যমিক বিদ্যালয় থেকে ১জন জিপিএ-৫ অর্জন করেছে।
আপনার মতামত লিখুন :