বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির সভাপতি তোফায়েল হোসেন লিটন ও সাধারণ সম্পাদক সাগর খানকে সংবর্ধনা প্রদান করেন সান্তাহার পৌর বিএনপির বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের নেতা-কর্মীরা।
গতকাল শনিবার সকালে পৌর শহরের রেলগেট চত্বরেএই সংবর্ধনা প্রদান করা হয়।
সান্তাহার পৌর বিএনপির সহ-সভাপতি নুরুল ইসলাম বাচ্চুর সভাপতিত্বে ও পৌর যুবদলের যুগ্ম আহবায়ক শাহজাহান আলম স্বপনের সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা আলোচনা সভায় বক্তব্য রাখেন, সান্তাহার পৌর বিএনপির সহ-সভাপতি ইকবাল হোসেন, বিএনপির নেতা মাহাবুবুর রহমান রেন্টু, রেজাউল ইসলাম লুদি, শওকত শেখ, মামুন তালুকদার, মুকুল হোসেন, যুবদল নেতা আব্দুর রাজ্জাক, শ্রমিক নেতা আফতাব হোসেন চুট্টু প্রমুখ। আলোচনা সভা শেষে নব-নির্বাচিত কমিটির সভাপতি / সাধারণ সম্পাদক কে ফুলের তোড়া ও মালা দিয়ে সংবর্ধনা প্রদান করেন।
আপনার মতামত লিখুন :