লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার ২নং মদাতী ইউনিয়নের কমিউনিটি পুলিশিং বাস্তবায়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ সেলিম মালেক।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারী) দুপুরের মদাতী ইউনিয়নের পরিষদে সভা অনুষ্ঠিত হয়।
বিট পুলিশিং আলোচনায় বক্তব্যে মদাতী ইউনিয়ন বিএনপির নেতা নুরনবী হিরু বলেন মদাতী ইউনিয়নের মেম্বারসহ সমাজের গুনিজন জুয়ার আসর বসায় এ বিষয়ে অফিসার ইনচার্জ মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি।
তিনি আরো বলেন, শুধু জুয়া নয় মাদক, বাল্য বিবাহ বন্ধ করতে আমরা সকলেই সোচ্চার হয়ে পুলিশ কে সহায়তা করবো।
বিট পুলিশিং সভায় বক্তব্য রাখেন মদাতী ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা সদরুল আমিন সাজু। তিনি বলেন বাংলাদেশ জামায়াতে ইসলাম অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর ভাবে শক্ত হাতে পুলিশ কে সহায়তা করবে বলে জানিয়েছেন।
বাল্য বিবাহ প্রতিরোধে বক্তব্য রাখেন চামটাহাট জামে মসজিদের খতিব মাওলানা আঃ রহিম।
তিনি বলেন, আমরা যথেষ্ট সহায়ক ভূমিকা পালন করি যাতে করে শিশু বিবাহ না হয়। তিনি আরো বলেন পেশ ইমাম সহ খতিবদের পাশে পুলিশকে দাঁড়াতে।
উক্ত সভায় সভাপতি হিসেবে সমাপনী বক্তব্য রাখেন মদাতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম বিপ্লব।
তিনি বলেন, পুলিশ জনগণের দৌড় গোড়ায় সেবা নিশ্চিত করতে যে সকল পদক্ষেপ গ্রহণ করেছে যদি তা বাস্তবায়ন করা যায় তাহলে প্রান্তিক জনগণের হয়রানির শিকার হতে হবে না। জনগণের প্রদানকৃত তথ্য যদি সুরক্ষিত থাকে তাহলে জনগণ পুলিশকে সর্বদাই সহায়তা করবে বলে আমি মনে করি। জনগণ হাতের নাগালে পুলিশকে পেলে দালালের খপ্পর থেকে অন্তত রেহাই পাবে বলে আমি মনে করি।
তিনি আরো বলেন, মাদক সহ বাল্য বিবাহ প্রতিরোধে আমাদের নিজেদের পরিবর্তন করতে হবে। তা হলে একটি ব্যতিক্রমী সমাজ উপহার দিতে পারব।
আলোচনায় উম্মুক্ত মতামতের ভিত্তিতে বিভিন্ন ধরনের সমস্যা সমাধান করতে সভায় প্রধান অতিথি কালীগঞ্জ অফিসার ইনচার্জ (ওসি) জনাব সেলিম মালেক তিনি বলেন, পুলিশ জনগণের খাদেম বা সেবক হিসেবে সব সময় পাশে আছে আগামীতেও থাকবে ইনশাআল্লাহ। প্রান্তিক জনগণের দৌড় গোড়ায় সেবা নিশ্চিত করতে বিট পুলিশিং এর বিকল্প নেই। প্রত্যেক ইউনিয়ন একটি করে বিট পুলিশিং বা তদন্ত কেন্দ্র থাকবে যাতে করে প্রান্তিক জনগণের হয়রানির শিকার হতে না হয় ইউনিয়ন বিট পুলিশিং এ সেবার মান নিশ্চিত করতে আমি এই উদ্যোগ বাস্তবায়ন করবো আপনার সমস্যা বিট পুলিশিং এর দ্বায়িত্ব প্রাপ্ত এসআই এর কাছে খুলে বলবেন আমি আশাবাদী।
তিনি আরো বলেন, আপনার পাশে কোন অপরাধ সংঘটিত হলে আমাদের তথ্য দিয়ে সহায়তা করবেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ সেলিম মালেক, বিট পুলিশিং এর দ্বায়িত্ব প্রাপ্ত এসআই আল-আমিন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য, বিএনপির মদাতী ইউনিয়নের সদস্য সচিব নুরনবী হিরু সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এছাড়াও, উপস্থিত ছিলেন জামায়াতী ইসলাম মদাতী ইউনিয়ন শাখার আমীর মাওলানা সদরুল আলম সাজুসহ যুব জামায়াত ও ছাত্রশিবিরের সদস্যবৃন্দ, বীরমুক্তিযোদ্ধা সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, আর উপস্থিত ছিলেন এলাকার সুধীসমাজের নেতৃবৃন্দ।
আপনার মতামত লিখুন :