ঢাকা শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫

পরীক্ষার্থী-অভিভাবকদের মাঝে ছাত্রদলের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ

ময়মনসিংহ ব্যুরো:

প্রকাশিত: এপ্রিল ২৩, ২০২৫, ০৪:৪৮ পিএম

পরীক্ষার্থী-অভিভাবকদের মাঝে ছাত্রদলের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ

ছবি-বর্তমান বাংলাদেশ।

ময়মনসিংহের গফরগাঁওয়ে বৈশাখের খরতাপে পুড়ছে চারপাশ। তাপদাহে হাঁসফাঁস করছে সাধারণ মানুষ।  ঘরেও স্বস্তি নেই। কংক্রিটের ছাদ হোক বা টিনের চালা; ওপর থেকে যেন প্রচন্ড গরম নামছে। তীর্যক সূর্যের দহনে দিনমান অতিবাহিত হচ্ছে। বেড়েই চলেছে জনজীবনে অস্থিরতা। এ অবস্থায় চলছে এসএসসি পরীক্ষা।


এমন অসহনীয় গরমে চরআলগী ইউনয়িন ছাত্রদল নেতা জাকির হোসন তার টিম নিয়ে নেিয় খায়রুল্লাহ সরকারি বালকিা উচ্চ বদ্যিালয়, ইসলাময়িা সরকারি হাই স্কুল ও মহলিা কলজে কেন্দ্রে এসএসসি পরীক্ষা দিতে আসা পরীর্ক্ষাথী ও তাদের সঙ্গে আসা অভিভাবকদের স্বস্তি দিতে তাদের মাঝে ১৪,শ বিশিুদ্ধ পানরি বোতল ও খাবার স্যালাইন বতিরণ করনে।


ময়মনসিংহ জেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক ডা. মোফাখখারুল ইসলাম রানা ও ছাত্রদল কেন্দ্রীয় কমটিরি সভাপতি এবং সাধারণ সম্পাদকরে নির্দেশনা মোতাবকে বুধবার সকালে ও দুপুরে ছাত্রনেতারা পরীক্ষা কেন্দ্রে পরীর্ক্ষাথী ও অভভিাবকদরে মাঝে পানরি বোতল ও খাবার স্যালাইন বতিরণ করনে।


এসময় চরআলগী ইউনয়িন ছাত্রদল সভাপতি জাকরি হোসনে, পৌর ছাত্রদলরে যুগ্ন আহবায়ক আকরাম হোসনে, উপজলো ছাত্রদল নতো রুকন, আরাফাত, গফরগাঁও সরকারি কলজে ছাত্রদল নেতা মাহিদ, ছাত্রনেতা হিমেল, শুভ, রিয়াদ, সৈকত, জসিম প্রমুখ উপস্থতি ছিলেন।

বর্তমান বাংলাদেশ

Link copied!