ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫
মানবাধিকার লঙ্ঘন

ছিনতাইয়ের অভিযোগ: প্রকাশ্যে যুবকের রগ কেটে দিল বিক্ষুব্ধ জনতা

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২৫, ০৫:২০ পিএম

ছিনতাইয়ের অভিযোগ: প্রকাশ্যে যুবকের রগ কেটে দিল বিক্ষুব্ধ জনতা

ছবি: বর্তমান বাংলাদেশ।

বগুড়ার আদমদীঘিতে ছিনতাইয়ের অভিযোগ এনে রাজু পালোয়ান (৩৩) নামে এক যুবককে গণপিটুনি দিয়েছে উত্তেজিত জনতা। পরে ক্ষোভে জনতা প্রকাশ্যে তার পায়ের রগ কেটে দেয়। ফলে এমন কর্মকান্ডকে মানবাধিকার লঙ্ঘন বলে মনে করছেন সচেতন নাগরিক। ঘটনাটি ঘটে উপজেলার ছাতিয়ানগ্রাম ইউপির আমইল গ্রামে। তবে এসুযোগে একটি পক্ষ সদ্ব্যবহার করেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় এখনো কোন পদক্ষেপ গ্রহণ করেনি পুলিশ।

আক্কেলপুর উপজেলার তিলকপুর বাজার এলাকার বিকাশের দোকানী এমরান হোসেন জানান, গত মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাতের ট্রেনে ঢাকা যাওয়ার জন্য ৮ টার দিকে দোকান বন্ধ করে বাড়িতে ফিরছিলাম৷ হাইস্কুল পাড়া এলাকায় পৌঁছাতে পথেমধ্যে অজ্ঞাতনামা তিন ব্যক্তি আমাকে পথরোধ করে টাকার ব্যাগ ছিনিয়ে নেয়। তখন আমার চিৎকারে আশেপাশে লোকজন আসতে শুরু করলে তারা আদমদীঘি আমইল গ্রামের রাস্তা দিয়ে পালিয়ে যায়। এসময় তিনজনে মধ্যে একজনকে ধরা হয়। তিনি আরও জানান, ওই ব্যাগের মধ্যে নগদ ২৫ হাজার টাকা ও বিকাশের ব্যবহৃত দুটি মোবাইল ফোন ছিলো। কিছুক্ষণ পরে জানতে পারলাম আমইল গ্রামে তাদের আটকে রাখা হয়েছে। এই ঘটনায় আক্কেলপুর থানায় একটি এজাহার দায়ের করি।

আমইল গ্রামের চায়ের দোকানী আফাজুলসহ একাধিক ব্যক্তিরা জানান, দোকানে বসে থাকতেই হঠাৎ দুই ছেলে একটি মোটরসাইকেল নিয়ে আমাদের সামনে রাস্তার উপর পড়ে যায়। তার পিছনে দেখি কয়েকটি মোটরসাইকেলে কিছু লোকজন তাদের ধাওয়া করে ছিনতাইকারী বলে আটকে রাখে। কিছুক্ষণের মধ্যে ছাতিয়ানগ্রাম, পালনপাড়া, সহ আশেপাশে গ্রামের লোকজন এসে তাদের গণপিটুনি দেয়। আমরা তাদের থামানোর চেষ্টার পর ব্যর্থ হয়। এই গ্রামের লোকেরা প্রথমেই তাদের পুলিশে দিতে চেয়েছিল। কিন্তু আমাদের কথা না শুনে কয়েকজন ব্যক্তিরা সকলের সামনে একজনের পায়ের রগ কেটে দেয়। এতে প্রচুর রক্ত ক্ষরণে ওই ছেলে অজ্ঞান হয়। যা দেখে আমরা আতঙ্কিত হয়ে পড়ি। কিছুক্ষণ পর পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে তাদের দুইজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। ইতিপূর্বে এমন ঘটনা আগে কখনো হয়নি বলে জানান গ্রামবাসী।

ভুক্তভোগী রাজু পালোয়ান জানান, গত কয়েকবছর ধরে আমার ছাতিয়ানগ্রাম এলাকায় কিছু লোকদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছিলো। এ ঘটনায় কয়েকবার আমার সঙ্গে তাদের ঝামেলার সৃষ্টি হয়। সেদিন রাতে আমইল গ্রামে ওই জায়গার লোকজনের সাথে তারাও ছিলো। তারা সর্ব প্রথম আমাকে এলোপাতাড়ি ভাবে মারধর করে। পরে পায়ের রগ কেটে দেওয়ার পর আমি আর কিছুই মনে করতে পারিনা। ঘটনাটি পুরো পরিকল্পিত যা আমাকে হত্যার উদ্দেশ্যে করা হয়েছে। আর ছিনতাইয়ের ঘটনার সঙ্গে আমার সম্পৃক্ততা নেই। ওই এলাকায় বিভিন্ন সিসিটিভি ফুটেজ দেখতে পারেন।

আইনজীবী আতাউর হোসেন ও ইকবাল মন্ডল জানান, যেকোনো অপরাধী জনসাধারণের কাছে আটক হলে প্রথমে তাদের কর্তব্য হবে পুলিশে সোপর্দ করা। কারন বিচারের জন্য আইন আদালত রয়েছে। প্রকাশ্যে এমন গণপিটুনির দিয়ে রগ কর্তন করা এটা মানবাধিকার লঙ্ঘন যা শাস্তিযোগ্য অপরাধ। এমন কর্মকান্ডকে প্রতিহত না করা গেলে আইনের প্রতি মানুষের আস্থা হারিয়ে যাবে।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। উত্তেজিত জনতারদের নিয়ন্ত্রণে আনা হয়েছে। পরে ওই দুই জনকে হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। ছিনতাইয়ের অভিযোগে দুইজনকে হেফাজতে নেওয়া হয়েছে। এদিকে রাজু পালোয়ানের পক্ষ থেকে কোন লিখিত অভিযোগ কেউ দেয়নি বলে জানান তিনি

বর্তমান বাংলাদেশ

Link copied!