ঢাকা শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৫

নলডাঙ্গায় ভূমি অফিসের পাশাপাশি পৌরসভায় সেবা দিচ্ছেন এসিল্যান্ড

নাটোর প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৯, ২০২৫, ০৪:২২ পিএম

নলডাঙ্গায় ভূমি অফিসের পাশাপাশি পৌরসভায় সেবা দিচ্ছেন এসিল্যান্ড

ছবি: সংগৃহীত

নাটোরের নলডাঙ্গায়  উপজেলা ভূমি অফিসের পাশাপাশি নলডাঙ্গা  পৌরসভার  জনসাধারণদের সেবা প্রদান করেছেন এসিল্যান্ড। কয়েকমাস আগে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশিকুর রহমান নাটোরে নলডাঙ্গা পৌরসভার প্রশাসকের  দায়িত্ব নেওয়ার পর থেকে সেবাপ্রত্যাশীদের কাঙ্ক্ষিত সুবিধা দিয়ে আসছেন। এতে জনসাধারণদের পড়তে হচ্ছেনা কোন রকম ভোগান্তি বা বিড়ম্বনায়। দুই দপ্তরে সমানভাবে এমন কার্যক্রমে তাঁকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী।

জানা যায়, গত ৫ আগষ্ট আওয়ামী লীগ সরকার পতনের পর পৌর প্রশাসন নিয়োগ দেয় সরকার । সরকার জনসাধারণের কথা  চিন্তা করে  প্রশাসকের নিকট দায়িত্বভার দেন। এরই ধারাবাহিকতায় নাটোরের লালডাঙ্গা পৌরসভার  প্রশাসকের দায়িত্ব পান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো আশিকুর রহমান । দায়িত্ব নেওয়ার পর থেকে তার মতো করে কর্যক্রম পরিচালনা করেন৷ পৌরসভা  রাস্তাঘাটের উন্নয়ন,পানি  নিষ্কাশনের ব্যবস্থা,নিয়মিত ময়লা পরিষ্কার করা, অকেজো  লাইট মেরামতের ব্যবস্থা, পৌরসভা ভবন নির্মাণের ব্যবস্থা গ্রহণ করা,  নাগরিকত্ব, চারিত্রিক, ওয়ারিশিয়ান সনদ, জন্ম ও মৃত্যু নিবন্ধন সহ বিভিন্ন বিষয়ে অধিক গুরুত্ব দেন তিনি। এদিকে একইভাবে ভূমি অফিসে সেবাপ্রত্যাশীদের ভোগান্তি ছাড়াই সুবিধা দিয়ে আসছেন। যারফলে কাজের অধিক চাপ থাকা সত্বেও দায়িত্বে কোন অবহেলা প্রকাশ করেনি এসিল্যান্ড ও নলডাঙ্গা পৌরসভার পৌর  প্রশাসক মো আশিকুর রহমান ।

সেবাপ্রত্যাশী মাহবুব আলম, নুরুল ইসলাম,নাইদা পারভীন কেয়া  ও শফিকুল ইসলাম  জানান, কয়েকদিন আগে পৌরসভায়  প্রত্যয়ন নিতে যায়। তখন উদ্যোক্তা  আবেদন করে দেয়। এরপর স্বাক্ষরের জন্য প্রশাসকের রুমে গেলে তিনি পৌরসভায় না থাকায় ভূমি অফিসে যায় সঙ্গে সঙ্গে তিনি স্বারক করে দেন। ভেবেছিলাম স্যার কাজে ব্যস্ত থাকবে এজন্য স্বাক্ষর না পেয়ে বাড়িতে ফিরতে হবে। কিন্তু তাঁর বিনয়ী আচরণে অত্যন্ত ভালো লেগেছে। দেখলাম অনেকেই নাগরিকত্ব সনদপত্র, চারিত্রিক সনদসহ বিভিন্ন কাজে এসে স্বাক্ষর নিয়ে যাচ্ছে। বরং মেয়ররের কাছে স্বাক্ষরের জন্য দুইতিনও ঘুরেও ব্যাপক ভোগান্তির শিকার হতে হয়েছে।

উপজেলার বাশিলে গ্রামের লাবনী বেগম, জানান, ভূমি অফিসে গিয়েছিলাম  একটি জমির নামজারি করে সেই টাকা দিয়ে মেয়েকে বিয়ে দিবো। স্যারকে বিষয়টি অবগত করলে দ্রুত নামজারি করে দেন। তাঁর আচার-ব্যবহারে মুগ্ধ হয়েছি।

নলডাঙ্গা পৌরসভা সহকারী প্রকৌশলী ও পৌর নির্বাহী  (ভারপ্রাপ্ত) কর্মকর্তা মো. সাগর মন্ডল জানান, পৌর ভবনের ঠিকাদার  নির্বাচন, জটিলতা নিরাশন,কোভিড-১৯প্রকল্পের কাজ প্রধান সড়কের পাশে পানি নিষ্কাশনের ড্রেনেজ ব্যবস্থার ও রাস্তাঘাট নির্মাণ।

এডিপির প্রকল্পের মসজিদ, মন্দির, আর সি সি রাস্তা ও রাস্তাঘাট মেরামত করা,  ড্রেনেজ ব্যবস্থা  উন্নয়ন করা,অগভির নলকূপ স্থাপন সহ সকল প্রকল্প বাস্তবায়ন করেছেন। মশক নিধোন কার্যক্রম গ্রহণ, পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম গ্রহণ, পৌরসভার সকল সড়কে বৈদ্যুতিক বাতির ব্যবস্থা গ্রহণ করেছেন প্রশাসক মহোদয়।

বর্তমান প্রশাসক পৌরসভায় যোগ দেওয়ার পর দক্ষ অভিভাবকের নেতৃত্বে পৌরসভা পরিচালিত হচ্ছে। নাগরিকসেবার মান আরো বেশি বাড়াতে এবং পৌর কর্মকর্তা-কর্মচারীদের কাজে মনোবল বাড়াতে ও জবাবদিহিতার আওতায় আনতে দফতর প্রধানদের নিয়ে নিয়মিত বৈঠক করছেন পৌর প্রশাসক। যার ফলে কাজে গতি এসেছে ।রাস্তাঘাট সংস্কার,পানির নিষ্কাশনের জন্য ড্রেনেজ ব্যবস্থা  করেছেন।তিনি সকল ধরনের  নাগরিক সেবা নিশ্চিত করেছেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নলডাঙ্গা  পৌরসভার পৌর প্রশাসক মো আশিকুর রহমান জানান, সেবাপ্রত্যাদের জন্য আমার দরজা সব সময় খোলা রয়েছে। পৌরসভার  জন্ম নিবন্ধন ৩০ শতাংশ থেকে এখন শতভাগ নিশ্চিত করা হয়েছে। এছাড়া নয়টি ওয়ার্ডে শীতবস্ত্র সঠিকভাবে বন্টন করা হয়। এছাড়াও ভূমি অফিসে কয়েকমাসে নামজারি হয়েছে অনেক । শুধু তাই নয় বিগত বছরের থেকে বেশি রাজস্ব আদায়।  পুকুরের ইজারা চলছে প্রত্যাশা করছি এখান থেকে এবার ভালো রাজস্ব আসবে।

বর্তমান বাংলাদেশ

Link copied!