বগুড়ার আদমদীঘির সান্তাহার শহর প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার উপজেলার সান্তাহার পৌর শহরের মাইক্রোস্ট্যান্ড মাঠে প্রেসক্লাব চত্বরে এ আয়োজন করা হয়।
ইফতারের আগে সান্তাহার প্রেসক্লাবের সভাপতি জিললুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সোহাগের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু। ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা খায়রুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন আদমদীঘি থানার ওসি রাজেশ কুমার চক্রবর্তী, সান্তাহার রেলওয়ে থানার ওসি মোক্তার হোসেন, সান্তাহার পুলিশ ফাঁড়ির ইনচার্জ আলমাস আলী সরকার, পৌরসভার সাবেক মেয়র ফিরোজ মো. কামরুল হাসান, পৌরসভার প্যানেল মেয়র জার্জিস আলম রতন, আদমদীঘি মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক মনোয়ার জাহিদ রোকন, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, ডাক্তার এসএম শফি উদ্দীন, সোহেল, সুমন, যুব মহিলালীগ নেত্রী ইশরাত জাহান কুইন, ছাত্রলীগ নেতা রবিন, বিএনপি নেতা ইকবাল হোসেন, আতোয়ার, স্বপন, অবসরপ্রাপ্ত রেলওয়ে নিরাপত্তা বাহিনীর কর্মকর্তা গোলাম কিবরিয়া ও বিশিষ্ট ব্যবসায়ী সিরাজুল ইসলাম প্রমূখ। ইফতার মাহফিলে দেশ ও জাতির জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
আপনার মতামত লিখুন :