শ্রীমঙ্গল উপজেলা ২নং ভূনবীর ইউপির ইউপির অন্তর্গত আলিশারকুল এলাকায় ভূনবীর চৌমুহনা থেকে মির্জাপুরগামী রাস্তার নানু মিয়ার বাড়ীর সামনে থেকে এসআই(নিরস্ত্র)/মোঃ দেলোয়ার হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা চালায় ১২ টনি ট্রাকে বিভিন্ন সরকারি ছড়া, জমি এবং হাইল হাওড় হইতে অবৈধ ভাবে উত্তোলন বালু লোড করার সময় অবৈধ বালু আটকসহ একজন মোস্তফা মিয়া নামে ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ঘটনাস্থল থেকে একটি সাদা ও নীল রংয়ের ১২ টনি ড্রাম ট্রাক গাড়ী, যাহার রেজিঃ নং-ঢাকা মেট্রো-ট-২০-৩৭৯০ এবং ড্রাম ট্রাকে রক্ষিত ৮০০ ঘনফুট সিলিকা বালু, মূল্য আনুমানিক ১৬,০০০/-(ষোল হাজার) টাকা, (খ) একটি সাদা ও নীল রংয়ের ১২ টনি ড্রাম ট্রাক গাড়ী, যাহার রেজিঃ নং-ঢাকা মেট্রো-ট-২৪-৫১৯০ জব্দ করা হয়।
শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন সরকারি ছড়া, জমি এবং হাইল হাওড় হইতে বালু উত্তোলন করিয়া ভূ-প্রাকৃতিক পরিবেশ বিনষ্ট করিতেছে।
গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে ঘটনার বিষয়ে নিয়মিত মামলা রুজু করে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে। গ্রেফতারকৃত আসামী হলেন মোস্তফা মিয়া, (৫৫), পিতা-মৃত মনির আলী, সাং-পূর্ব তাজপুর, থানা-ওসমানীনগর, জেলা-সিলেট, মোঃ ফারুক মিয়া (৩৫), পিতা-মৃত জিতু মিয়া, সাং-মরড়া, থানা-শায়েস্তাগঞ্জ, জেলা-হবিগঞ্জ।
আপনার মতামত লিখুন :