ঢাকা মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫

নওগাঁয় ডিবির হাতে ভূয়া ডিবি আটক

বিকাশ চন্দ্র প্রামানিক ( নওগাঁ)

প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০২৪, ০৯:৫৪ পিএম

নওগাঁয় ডিবির হাতে ভূয়া ডিবি আটক

ছবি-বর্তমান বাংলাদেশ।

নওগাঁয় অনিক (৩২) নামের এক ভূয়া ডিবিকে আটক করেছে জেলা গোয়েন্দা  ডিবি পুলিশ। 

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ভোরের দিকে সদর উপজেলার দোগাছী সাহাপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত অনিক সাহাপুর এলাকার গানাপাড়া গ্রামের  ইসরাফিল হোসেনের ছেলে। তার বিরুদ্ধে ডিবি ওসি পরিচয়ে চাঁদাবাজীর অভিযোগ রয়েছে।

ভুক্তভোগী ও পুলিশ সুত্রে জানা যায়, গত নভেম্বর মাসে অনিক ভূয়া ডিবির ওসি সেজে দোগাছি গ্রামের লাহির উদ্দিন শেখকে মিথ্যা মামলায় ফাঁসানোর ভয় দেখায়। এরপর মামলা থেকে তার নাম কেটে দেবার নাম করে দফায় দফায় টাকা হাতিয়ে নিত। এরপর আবারও টাকার চাহিদা করতে থাকলে লাহিরের ছেলে মানিক মোল্লা আসল ডিবি পুলিশকে বিষয়টি জানায়। বিষয়টি জানার পর নওগাঁ পুলিশ সুপার মো: সাফিউল সারোয়ারের নির্দেশে এবং ডিবি ওসি আব্দুল মান্নার নেতৃত্বে এস আই সোহেল রানা, এ এস আই রুহুল আমিনসহ ডিবির একটি চৌকষ দল সাহাপুর এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত অনিককে তার নিজ বাড়ি থেকে আটক করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ডিবি ওসি আব্দুল মান্নান মুঠোফোনে জানান, অভিযোগের প্রেক্ষিতে অনিককে আটক করা হয়েছে। জিঙ্গাসাবাদে অনিক ডিবি পরিচয়ে টাকা ও মোবাইল নেবার কথা স্বীকার করেছে। তার বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের করা হয়েছে। এবং দুপুরের পর জেল হাজতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

বর্তমান বাংলাদেশ

Link copied!