ঢাকা সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫

ভারতে বাংলাদেশি নারীকে ধর্ষণ-হত্যা: সুষ্ঠু বিচারের দাবি সৃষ্টি হিউম্যান রাইটস‍‍`র

শেরপুর প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২৫, ০৭:১৬ পিএম

ভারতে বাংলাদেশি নারীকে ধর্ষণ-হত্যা: সুষ্ঠু বিচারের দাবি সৃষ্টি হিউম্যান রাইটস‍‍`র

ছবি-বর্তমান বাংলাদেশ।

ভারতে বাংলাদেশি এক নারীকে ধর্ষণের পর হত্যার প্রতিবাদ জানিয়ে এর সুষ্ঠু বিচার দাবি করেছেন মানবাধিকার সংস্থা সৃষ্টি হিউম্যান রাইটস সোসাইটি। একি সাথে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে দ্রুত ভারতের হাইকমিশনারের এর জবাব চাওয়ার দাবিও করেছে সংস্থাটি।

শনিবার (২৫ জানুয়ারি) দুপুরে  সংস্থার চেয়ারম্যান আনোয়ার-ই-তাসলিমা প্রথার পাঠানো এক বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন সংস্থাটি।


আনোয়ার-ই-তাসলিমা বলেন, এখন নতুন বাংলাদেশের মানুষ ভারতের চোখে চোখ রেখে কথা বলতে জানে। আগ্রাসনের বিরুদ্ধে এখন দেশের মানুষ সোচ্চার। অন্যায়কে প্রশ্রয় দেওয়ার সুযোগ পাবে না। কোনভাবেই মানবাধিকার লংঘন করতে দেওয়া হবে না। কুড়িগ্রাম সীমান্তে কিশোরী ফেলানী থেকে শুরু করে এ যাবৎ সব হত্যার বিচার করতে হবে। এছাড়াও সীমান্তে হত্যা বন্ধ করতে হবে।

উল্লেখ্য, গত শুক্রবার (২৪ জানুয়ারি) ভারতের কর্ণাটক রাজ্যের বেঙ্গালুরুর রামমূর্তি এলাকার কালকেরে লেকের কাছ থেকে ২৮ বছর বয়সী এক বাংলাদেশি নারীর মরদেহ উদ্ধার করা হয়। দেশটির পুলিশের ধারণা, ওই নারীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।

বর্তমান বাংলাদেশ

Link copied!