শ্রীমঙ্গলে শহর, সরকারের বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠান পরিষ্কার পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ হাতে নিয়েছে পৌরসভা কর্তৃপক্ষ।
এ কার্যক্রম বাস্তবায়ন করতে ইতিমধ্যে পৌরসভার উদ্যোগে ৬৩৫ টি ডাস্টবিন ও বেশ কিছু ভ্যান গাড়ি বিতরণ করা হয়েছে।
তারই অংশ হিসেবে শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিজে সরজমিন উপস্থিত থেকে ৬টি ডাস্টবিন ও একটি ভ্যান গাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষের হাতে হস্তান্তর করেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. ইসলাম উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত চিকিৎসকবৃন্দ।
ডাস্টবিন ও ভ্যান গাড়ি হস্তান্তর শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন ইউনিট পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. ইসলাম উদ্দিন।
পরিদর্শন শেষে উপজেলা নির্বাহী অফিসার ইসলাম উদ্দিন বলেন, শহরের রাস্তা-ঘাট, ব্যবসা প্রতিষ্ঠান, সরকারের বিভিন্ন সেবা প্রদানকারী প্রতিষ্ঠান এবং নিজেদের বাড়ি ও আঙ্গিনা পরিষ্কার রাখার দায়িত্ব আমাদের সকলকে নিতে হবে। সকলের সদিচ্ছায় একটি সুন্দর পরিচ্ছন্ন শহর গড়ে তোলা সম্ভব। তিনি বলেন, নিজেদের আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে বিভিন্ন ধরনের রোগ জীবাণু থেকে নিজেদের সুরক্ষিত রাখা যায়। তাই এ কাজে সকলকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
আপনার মতামত লিখুন :