ঢাকা শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫

মহেশপুর সিমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ, আটক ২৫ বাংলাদেশি

রামিম খান, ঝিনাইদহ

প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২৫, ০৫:৪৫ পিএম

মহেশপুর সিমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ,  আটক ২৫ বাংলাদেশি

ছবি-বর্তমান বাংলাদেশ।

অবৈধভাবে বাংলাদেশ থেকে  ভারতের সীমান্ত পারাপারের সময়  ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে ২৫ বাংলাদেশীকে আটক করেছে বিজিবি। শুক্রবার ভোরে মহেশপুর উপজেলার পলিয়ামপুর সীমান্ত থেকে তাদের আটক করা হয়। এদের মধ্যে ১১জন পুরুষ, ১০জন নারী ও ৪জন শিশু।

আটককৃত পুরুষ সদস্যদের মহেশপুর থানা ও নারী-শিশুদের যশোরের যাস্টিস এন্ড কেয়ার সেন্টারে পাঠানো হয়েছে। 
মহেশপুর ব্যাটালিয়ন ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বর্তমান বাংলাদেশ

Link copied!