ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

ডোমারে জামায়াতের অফিস ভাঙচুর মামলায় যুবলীগ নেতা গ্রেফতার

রাশেদুল ইসলাম, নীলফামারী

প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০২৫, ০২:৪০ পিএম

ডোমারে জামায়াতের অফিস ভাঙচুর মামলায় যুবলীগ নেতা গ্রেফতার

ছবি-বর্তমান বাংলাদেশ।

নীলফামারীর ডোমারে জামায়াতে ইসলামীর অফিস ভাঙচুর মামলায় ডোমার পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক সৌরভ হোসেনকে গ্রেফতার করেছে ডোমার থানা পুলিশ।

সোমবার (১৩ জানুয়ারি) রাত ১০টার দিকে পৌর এলাকার চিকনমাটি মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সৌরভ হোসেন চিকনমাটি ধনীপাড়া এলাকার ফারুখ হোসেনের ছেলে।

ডোমার থানা অফিসার ইনচার্জ (ওসি) আরিফুল ইসলাম জানান, "২০১২ সালে জামায়াতে ইসলামীর অফিস ভাঙচুরের একটি মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন সৌরভ। দীর্ঘদিন পলাতক থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। আগামীকাল আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হবে।"

স্থানীয় সূত্রে জানা যায়, ২০১২ সালের রাজনৈতিক অস্থিরতার সময় জামায়াতের স্থানীয় কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। এ ঘটনায় দায়ের করা মামলায় সৌরভ হোসেন অন্যতম আসামি ছিলেন।

বর্তমান বাংলাদেশ

Link copied!