ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫

রাজাপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি

প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২৫, ০৯:১৪ পিএম

রাজাপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

ছবি-বর্তমান বাংলাদেশ।

ঝালকাঠির রাজাপুর উপজেলায় ট্রলির চাপায় মোটরসাইকেলের আরোহী একজনের মৃত্যু হয়েছে।  এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

শনিবার (১৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে ঝালকাঠি-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের উপজেলার পিংড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সড়ক দুর্ঘটনায় নিহত সোলাইমান ফকির (২২) ঝালকাঠি সদর উপজেলার কেওড়া ইউনিয়নের সারেংগল এলাকার মৃত আবুল ফকিরের ছেলে।

রাজাপুর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা আব্দুল খালেক বলেন, ঝালকাঠি থেকে রাজাপুরগামী মোটরসাইকেলের সঙ্গে রাজাপুর থেকে ঝালকাঠিগামী দ্রুত গতির একটি ট্রলির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সোলাইমান ফকিরের মৃত্যু হয়। তার সঙ্গে থাকা একজন গুরুতর আহত হয়েছেন। তাকে স্থানীয়রা উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

রাজাপুর থানার ওসি ইসমাইল হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

বর্তমান বাংলাদেশ

Link copied!