নানা আয়োজনে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শেষ হলো রেলওয়ে মুক্ত স্কাউট গ্রুপের এককালীন বৃত্তি পরীক্ষার অনুষ্ঠান।
গতকাল বৃহস্পতিবার সান্তাহার বিপি স্কুলে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত চলে এ পরীক্ষার।
আয়োজকরা জানিয়েছেন, সান্তাহার বিপি স্কুল, সান্তাহার হার্ভে সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, সান্তাহার এইচ,এ পৌর বালিকা উচ্চ বিদ্যালয়, কলসা আহ্সানউল্লাহ ইনস্টিটিউট উচ্চ বিদ্যালয়, এস এম আই একাডেমি। এই ৫টি বিদ্যালয় থেকে ৬ষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম শ্রেণীর সর্বমোট ১৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
সভাপতি ফিরোজ আহমেদ রতন বলেন,`শিক্ষারমান বাড়াতে এভাবেই আমরা প্রতি বছর এই কার্যক্রম চালিয়ে যেতে চাই। সকলের সহযোগিতায় এ উদ্যোগ চালিয়ে যেতে চাই। সেই সাথে কৃতজ্ঞতা জানাই প্রতিটি স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীদের। যাদের সহযোগিতায় এ কার্যক্রম সম্পন্ন হয়েছে। আশা করবো সামনের দিনেও এভাবে পাশে থাকবেন।`
সাধারণ সম্পাদক দেবাশীষ গুপ্তা বলেন, রেলওয়ে মুক্ত স্কাউট গ্রুপের পক্ষ থেকে সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। সামনের দিনেও এভাবে সান্তাহারের সকল শিক্ষা প্রতিষ্ঠানের সহযোগিতা আশা করছি।
পরীক্ষায় সার্বিক সহযোগিতা করেন রেলওয়ে মুক্ত স্কাউট গ্রুপের সদস্য সিনিয়র রোভার মো: আলিফ হোসেন, সিনিয়র রোভার মো: রাফিজ রহমান রাজ, সিনিয়র রোভার মো: তানজিদ ইসলাম, রোভার মো: সুলতান আহমেদ শুভ, রোভার-কিরণ রায়, রোভার মো: সাহেদ ইসলাম, রোভার মো: নাবিল ইসলাম, রোভার মো:এহসান আহমেদ ও রোভার মো : রাকিবুল ইসলাম।
অনুষ্ঠানে সার্বিকভাবে পরিচালনা করেন রেলওয়ে মুক্ত স্কাউট গ্রুপের সভাপতি ফিরোজ আহমেদ রতন, সাধারণ সম্পাদক দেবাশীষ গুপ্তা, সাংগঠনিক সম্পাদক মো. আহসান জুলহাস (জেমস) সহ অন্যারা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :