ঢাকা শনিবার, ০৪ জানুয়ারি, ২০২৫

শ্রীমঙ্গলে ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১, ২০২৫, ১০:৪৭ পিএম

শ্রীমঙ্গলে ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা

ছবি-বর্তমান বাংলাদেশ।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শ্রীমঙ্গলে উপজেলা পৌর ও কলেজ ছাত্রদলের উদ্যোগে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। 


বুধবার (১ জানুয়ারি) বিকেল সোয়া ৪টার দিকে শহরের রেলওয়ে স্টেশনের সামনে থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবারো রেলওয়ে স্টেশন চত্বরে এসে শেষ হয়। অনুষ্ঠিত আনন্দ শোভাযাত্রায় নেতৃত্ব দেন এবং সমাপনী বক্তব্য রাখেন ছাত্রদল নেতা মোশারফ হোসেন রাজ।


এ সময় উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা বদরুজ্জামান রুহেল, শহিদুল ইসলাম, মো. সামাদ খান, মো. শাহাদাত হোসেন আকাশ, শাহিন আহমেদ তুষার, রায়হান সিকদার, ফারহাজ আল বারী, তানভীর আহমেদ, মুকিত আহমেদ আকাশ, শামীম আহমেদ তালুকদার সহ উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের শত শত নেতাকর্মী।

বর্তমান বাংলাদেশ

Link copied!