শেরপুরে ধানের চাতালে ক্রিকেট খেলতে নিষেধ করায় হাবিবুর রহমান লেমন তালুকদার (৩৪) নামে এক যুবককে ক্রিকেট ব্যাট দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
১৫ ফেব্রুয়ারি রাতে রাজধানী ঢাকার একটি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান লেমন। নিহত লেমন শেরপুর পৌর শহরের দিঘারপাড় মহল্লার ধানচাল ব্যবসায়ী গোলাম মোস্তফা তালুকদারের ছেলে। তিনি বাবার রাইস মিলের ব্যবসায় জড়িত ছিলেন।
শনিবার রাতে মৃত্যুর তথ্যটি জানিয়েছেন করেছেন শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুবায়দুল আলম।
পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, শুক্রবার বিকেলে দিঘারপাড় মহল্লায় হাবিবুর রহমান লেমনদের মালিকানাধীন ধানের চাতালে ক্রিকেট খেলতে যায় কয়েকজন যুবক। এসময় সেখানে তাদের চাতলের বিভিন্ন মালামাল থাকায়, লেমন চাতালে ক্রিকেট খেলতে নিষেধ করলে স্থানীয় ফজু মিয়া, তার তিন ছেলে নাজমুল ইসলাম বাবু, সাংবাদিক মনিরুজ্জামান মনির ওরফে কুড়া মনির (একটি বেসরকারি টিভিতে অনলাইন বিভাগে সম্প্রতি উপজেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন) ও মো. লিখনসহ কয়েকজন তাকে ক্রিকেট ব্যাট, লাঠি ও দাসহ দেশিয় অস্ত্র দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। এতে তার মাথায় প্রচুর রক্তক্ষরণ হয়। পরে স্থানীয়রা লেমনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে ঢাকায় রেফার করেন। পরে ঢাকার মহাখালি মেট্রোপলিটন হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত সাড়ে আটটার দিকে মারা যান তিনি।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুবায়দুল আলম জানান, লেমনের স্বজনরা জানিয়েছে সে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। তার লাশ শেরপুরে আনার পর ময়নাতদন্তে শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে হত্যা প্রচেষ্টার মামলা দায়ের হয়েছে। এই মামলা এখন হত্যা মামলায় পর্যবসিত হবে।
আপনার মতামত লিখুন :