ঝালকাঠির রাজাপুর উপজেলা ছাত্রদলের সদস্য তারিকুল ইসলাম তারেক তার চাকুরির কর্মস্থলের ব্রাঞ্চ ম্যানেজারের মানসিক টর্চার সহ্য করতে না পেরে নিজ ফেসবুক একাউন্ট থেকে লাইভে এসে বিষপানে আত্মহত্যার চেষ্টা করেন।
সোমবার (২০ জানুয়ারী) বিকেলে চাঁদপুরের তার চাকুরির কর্মস্থলের একটি কক্ষে বসে (Md Tarikul Sikder tarek) তার ফেসবুক আইডিতে লিখেন "আমি ক্ষমার যোগ্য না। আমাকে সবাই মাফ করে দিবেন জীবনে সুখী হতে পারলাম না" এরপরে লাইভে এসে সবার কাছে ক্ষমা চেয়ে বিষপান করেন। তারিকুল রাজাপুর উপজেলার সদর ইউনিয়নের বড় কৈবর্তখালী এলাকার মৃত মজলুম সিকদারের ছোট ছেলে।
তারিকুলের চাকুরির হাজীগঞ্জ শাখা ব্যাবস্থাপকের কাছে একটি লিখিত অভিযোগ থেকে জানা গেছে, গত ২৪ সালের নভেম্বর মাসের ১১ তারিখে হাজীগঞ্জ শাখায় ফিল্ড অফিসার হিসেবে তারিকুল যোগদান করে। মাঠ পর্যায়ে শিক্ষানবীশ হিসেবে শিখানোর বিপরীতে তাকে দিয়ে সুপারভাইজার এবং ব্রাঞ্চ ম্যানেজার নিজেদের ব্যক্তিগত কাজ করানো শুরু করেছেন। বাসার বাজার, যাবতীয় কাজসহ সব ধরনের কাজ করানো হতো। তারপর কোন ভুল করলে মৃত পিতা-মাতার নাম তুলে গালমন্দ করা হতো৷ ব্রাঞ্চ ম্যানেজারের মানসিক টর্চার সহ্য করতে না পেরে বাধ্য হয়ে আত্মহত্যার চেষ্টা করেন। তাকে উদ্ধার করে চাঁদপুর হাসপাতালে নেওয়া হয়েছে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে।
আপনার মতামত লিখুন :